চট্টগ্রামের হয়ে বিপিএলে খেলবেন মঈন আলী

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি চিটাগং কিংস? বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কারা পাচ্ছে তা নিয়ে ছিল সংশয়। কিন্তু শেষ পর্যন্ত সব সংশয় দূর করে ২০১৩ সালের পর আবারও বিপিএলে ফিরেছে চট্টগ্রাম কিংস।


আবারও বিপিএলে খেলা নিশ্চিত করেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তারা দলে ভিড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


promotional_ad

এরই মধ্যে বিদেশি খেলোয়াড় হিসেবে তারা দলে নিয়েছে হায়দার আলী, উসমান খান ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এদিকে আলোচনা চলছে পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াসিম জুনিয়রের সঙ্গেও। দেশি ক্রিকেটারদের মধ্যে লিটন দাসকে সরাসরি দলে ভেড়াতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।


কদিন আগেই ক্রিকফ্রেঞ্জিকে সেই ইচ্ছের কথা জানিয়েছিলেন দলটির অংশীদার সামির কাদের চৌধুরি। দলটির কোচিং প্যানেলেও থাকছে বড় চমক। চট্টগ্রাম এরই মধ্যে বাংলাদেশের সাবেক স্পিনার ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আর দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন শন টেইট।


এই বিষয়ে সামির কাদের চৌধুরি বলেছিলেন, 'আমরা ইতোমধ্যে শন টেইটকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছি, সহকারী কোচ হিসেবে থাকবেন এনামুল হক জুনিয়র। তাছাড়া বাকি যে টাকাগুলো বাকি ছিল তা আমরা দ্রুতই পরিশোধ করে দিব, বিসিবির সঙ্গে আলোচনা করেছি।'


এদিকে বাংলাদেশের আরেক স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকেও পছন্দের তালিকায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। খুব দ্রুতই এটাও নিশ্চিত করবে কিংস। আগামী ১৪ অক্টোবর হতে যাওয়া ড্রাফটের আগেই সবকিছু চূড়ান্ত করে ফেলবে তারা। সেক্ষেত্রে বড় কিছু নামও আরও যোগ করবে ফ্র্যাঞ্চাইজিটিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball