স্কটল্যান্ড ম্যাচে ছেড়ে খেললে নিষিদ্ধ হতে পারেন মার্শ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে আর একটি ম্যাচ বাকি তাদের। আর সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্কটল্যান্ড। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেই শেষ আট নিশ্চিত হবে স্কটিশদের। কিন্তু অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের আগে আলোচনায় মিচেল মার্শ। টুর্নামেন্টের মাঝপথে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে বিদায় করতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফলের ব্যবধানে প্রভাব রাখতে পারে অস্ট্রেলিয়া, এমন ইঙ্গিত দিয়েছেন জশ হ্যাজলউড। তবে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন মার্শ।
গ্রুপ বি-তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সুপার এইটে যাওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে সমান হার নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে ওমানের, সুযোগ নেই নামিবিয়ারও। এর ফলে দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা এখন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের। স্কটল্যান্ডের পয়েন্ট ৫, পরের দুই ম্যাচে জিতলে ইংল্যান্ডের সর্বোচ্চ পয়েন্টও হতে পারে পাঁচই। তখন পার্থক্য গড়ে দেবে নেট রান রেট।
রান রেটে স্কটল্যান্ড (২.১৬৪) ইংল্যান্ডের (-১.৮০০) চেয়ে এখন বেশ এগিয়ে। এর ফলে পরের দুটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে এখনকার চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। তেমন কিছু হলেও শেষ ম্যাচে স্কটল্যান্ড নেট রান রেটে ইংল্যান্ডকে টপকে যেতে প্রয়োজনীয় সমীকরণ জেনেই মাঠে নামবে। মানে এমন হতে পারে, স্কটল্যান্ড একটি নির্দিষ্ট ব্যবধানে হারলেই পরের রাউন্ডে যাবে।
এই বিষয়ে আলোচনা শুরু হয় হ্যাজেলউডের কথায়। তিনি বলেছিলেন, ‘এই টুর্নামেন্টে সামনে আবার হয়ত ইংল্যান্ডের সাথে দেখা হয়েই যেতে পারে। ওদের দিনে ওরা বিশ্বের সেরা দলগুলোর একটা, আর এটা তো আলাদা করে বলার দরকার নেই যে এই ফরম্যাটে ওদের সাথে আমাদের একটু ধুঁকতেই দেখা গিয়েছে। তাই ওদের বিদায় জানানোর এই সুযোগটা লুফ নিলে তো আমাদের ভালো হবেই, বলা বাহুল্য অন্যদেরও তা কাজে দিবে।’
তবে এমন কিছু করলে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আসতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২.১১ নম্বর ধারা অনুযায়ী, আইসিসির কোনো ইভেন্টে কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে এমন কৌশল গ্রহণ করে, যেটি অন্য দলের অবস্থান বদলানোর ক্ষেত্রে প্রভাব ফেলে তাহলে সেটি অসদাচরণ হিসেবে বিবেচিত হবে।
তবে এমন কিছু করলে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আসতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২.১১ নম্বর ধারা অনুযায়ী, আইসিসির কোনো ইভেন্টে কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে এমন কৌশল গ্রহণ করে, যেটি অন্য দলের অবস্থান বদলানোর ক্ষেত্রে প্রভাব ফেলে তাহলে সেটি অসদাচরণ হিসেবে বিবেচিত হবে।
জোর করে নেট রান রেটের ওপর প্রভাব ফেললেও সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। যদিও আম্পায়াররা ঠিক কী দেখে এমন অভিযোগ আনবেন, সেটি নিশ্চিত নয়
