বাংলাদেশকে নেদারল্যান্ডস হারিয়ে দেবে, বলছেন বিশপ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
নিজের ক্রিকেট দর্শনে 'অঘটন' শব্দটির জায়গা দেননি ইয়ান বিশপ। কেননা সাবেক এই ক্যারিবিয়ান পেসার এই শব্দটা পছন্দ করেন না। তবে ছোটো দল যে বড় দলকে চাইলেই হারিয়ে দিতে পারে, সেই ব্যাপারে অটল বিশ্বাস আছে তার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের ম্যাচেও তেমন কিছুই ঘটবে বলে মনে করেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ অব ডেথে আছে বাংলাদেশ। ডি গ্রুপে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। এই দল থেকে পরের রাউন্ডে যাওয়া নিঃসন্দেহে বড় পরীক্ষা নাজমুল হোসেন শান্তর দলের জন্য।
বিশপও এমনটাই মনে করেন। তবে জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশকে হারিয়ে দেবে নেদারল্যান্ডস। এ ছাড়া ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনাও বেশি মনে করেন বিশপ। আর ডি গ্রুপে নেপালের দিকেও বাড়তি নজর দিচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’
‘ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ। আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’
এদিকে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকে এই বিশ্বকাপের ফেভারিট মানছেন বিশপ। এ ছাড়া ভারতকেও সেরা দল বলছেন তিনি। তবে বোলিং দিক বিবেচনায় বিশপের সবচেয়ে পছন্দ পাকিস্তানকে।
তিনি বলেন, ‘টুর্নামেন্টের দুটি ফেবারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। আশা করছি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দেবে। আরেকটি দল হলো ভারত।’
‘আর পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’