ভারতের বিপক্ষে ম্যাচের আগে মাথা ঠান্ডা রাখতে চান বাবর

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে সব সময়ই বাড়তি উত্তেজনা থাকে। দুই দলই বাড়তি চাপ নিয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই দুই দল একে অপরের মুখোমুখি হবে।
এই ম্যাচের আগে মাথা ঠান্ডা রাখতে চান বাবর। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। এরপর ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে হার সঙ্গ হয়েছিল তাদের। পাকিস্তান অধিনায়ক মনে করেন নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখলে ও পরিশ্রম করলে সাফল্য পাবে পাকিস্তান।

এ প্রসঙ্গে বাবর বলেছেন, 'আমরা জানি ভারত-পাকিস্তান নিয়ে বাকি ম্যাচগুলির থেকে বেশি চর্চা হয়। এই ম্যাচটার উন্মাদনাই আলাদা। শুধু খেলোয়াড় নয়, সমর্থকদের মধ্যেও প্রচুর উত্তেজনা তৈরি হয়। এই ম্যাচ ঘিরে যে উন্মাদনা এবং প্রত্যাশা তৈরি হয় তাতে একটু চিন্তা হওয়া স্বাভাবিক। যদি আপনি মাথা ঠান্ডা রাখেন, নিজেকে শান্ত রাখেন এবং কঠোর পরিশ্রম আর দক্ষতায় বিশ্বাস রাখেন, তা হলে কাজটা সহজ হবে।'
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানে হেরে গিয়েছিল বাবরের দল। সেই হার এখনও পোড়াচ্ছে বাবরকে। অবশ্য সেখানে আটকে না থেকে সামনে এগোতে চান বাবর। তাদের মূল লক্ষ্য বিশ্বকাপ জয়। সেটা জোর গলাতেই বলে দিয়েছেন বাবর।
তিনি বলেন, 'আমার মতে, ২০২২ সালে অবশ্যই ম্যাচটা জেতা উচিত ছিল। ওরা বার করে নেয়। জিম্বাবুয়ের বিপক্ষে হার সবচেয়ে ব্যথার মুহূর্ত। কারণ, ভারতের বিরুদ্ধে ভালো খেলে প্রশংসা আদায় করে নিয়েছিলাম। বড় প্রতিযোগিতায় খেলতে নামলে আলাদাই উত্তেজনা থাকে। বিশ্বকাপে খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই স্বপ্ন। ট্রফি জেতাই আমাদের আশা। সব দলের বিরুদ্ধে সেরা ক্রিকেট খেলতে হবে।'
বৃহস্পতিবার পাকিস্তান নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ৯ জুন হবে ভারত-পাকিস্তান মহারণ। এরপর ১১ জুন কানাডা ও ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ করবে বাবর আজমের দল।