promotional_ad

আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন ক্রিস ব্রড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই আইসিসির এলিট প্যানেলে জায়গা হারিয়েছেন ক্রিস ব্রড। তিনি কাজ চালিয়ে যেতে চাইলেও আইসিসি নিজেদের সিদ্ধান্তেই অটল ছিল। ফলে দীর্ঘদিনের দায়িত্ব ছাড়তে হয়েছে অভিজ্ঞ এই ম্যাচ রেফারিকে।


২০০৩ সালে নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে ম্যাচ রেফারি হিসেবে যাত্রা শুরু করেছিলেন ব্রড। এরপর উত্তেজনাপূর্ণ বড় বড় ম্যাচে তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করা ম্যাচ রেফারিদের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন ব্রড।


তার উপরে আছেন কেবল রঞ্জন মাদুগালে ও জেফ ক্রো। মাত্র ৩ ম্যাচের জন্য তিনি জেফ ক্রোকে ছাড়িয়ে যেতে পারেননি ব্রড। সম্প্রতি ‘বেস্ট পেআউট অনলাইন স্লটসে’ দেয়া এক সাক্ষাৎকারে জোর করে তাকে এলিট প্যানেল থেকে বাদ দেয়ার অভিযোগ করেছেন ব্রড।


promotional_ad

যদিও তাকে প্রশ্ন করা হয়েছিল জেমস অ্যান্ডারসকে নিয়ে। ৪১ বছর বয়সী এই পেসারকে তরুণদের কথা ভেবে অবসরে যেতে পরামর্শ দেয়া হয়েছিল ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তার কথা বলতে গিয়েই নিজের প্রসঙ্গ টেনে এনেছেন অ্যান্ডারসন।


অ্যান্ডারসনকে নিয়ে ব্রড বলেন, 'যেকোনো কর্মীকে তার নিয়োগ কর্তার নির্দেশে চলতে হয়। জিমির বয়স ৪১ এবং সবার চোখ অ্যাশেজের দিকে, যা ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক লড়াই। অ্যাশেজের সময় তার বয়স হতে পারে ৪২ বা ৪৩ বছর। তার ফিটনেস এখন দারুণ, কিন্তু কে জানে দুই বছর পর সে কেমন অবস্থায় থাকবে। ভবিষ্যতের দিকে নজর রাখতে হবে।'


এরপর নিজের অবস্থান ব্যাখ্যা দিয়ে ব্রড বলেছেন, 'আমারও একই অবস্থা, আমি আইসিসির রেফারি হিসেবে কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ক্ষমতাসীনরা সিদ্ধান্ত নিয়েছে আমার সময় শেষ এবং তাদের সিদ্ধান্ত আমার মেনে নিতে হবে। জিমিকেও ব্রেন্ডন ম্যাককালামের সিদ্ধান্ত মেনে নিতে হবে কিন্তু এর মানে এই নয় যে, সে খেলাটি থেকে হারিয়ে যাবে।'


ব্রড সর্বশেষ ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। আকস্মিক তাকে এলিট প্যানেল থেকে বাদ দেয়ায় আনুষ্ঠানিক অবসরেরও সুযোগ পাননি ব্রড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball