যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম দেখে মুগ্ধ শান্ত-রোহিত
.jpg)
ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
দিন দুয়েক বাদেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ হবে ৯টি ভেন্যুতে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৬টি ও যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে আয়োজক করা হবে এই বিশ্ব আসর। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাসো কাউন্টি স্টেডিয়াম নিয়ে।
বিশ্বকাপকে সামনে রেখে ভ্রাম্যমাণ এই ক্রিকেট স্টেডিয়াম নির্মান করা হয়েছে। মূলত এটি বেসবল মাঠ হলেও এখন এটিকে পরিপূর্ণ ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেখা হয়েছে। দর্শকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ৩৪ হাজার আসন। তাও আবার মাত্র ৫ মাসে এই স্টেডিয়াম নির্মান করা হয়েছে।

পহেলা জুন এই মাঠেই বাংলাদেশ ও ভারত বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেবে। এই মাঠ নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দুজনই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই মাঠে খেলার জন্য।
আইসিসির প্রকাশিত এক ভিডিওতে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেছেন, 'অবিশ্বাস্য। এটা পাগলাটে ব্যাপার। আমি যখন পুরো স্টেডিয়াম দেখেছি উইকেট এবং পরিবেশ দেখে অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আমরা সবাই জানি এখানে বেসবল ও বাস্কেটবল হয়ে থাকে। তবে আমরা ভাবিনি এখানে ক্রিকেটও হবে। এটা একটি পরিপূর্ণ ক্রিকেট মাঠ। মাঠ খুবই ভালো। আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এখানে কিছুই ছিল না। কিন্তু এখন পরিপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম লাগছে।'
নাসো কাউন্টি স্টেডিয়ামেই হবে ভারত-পাকিস্তান মহারণ। সেই সঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ৮টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। ৫ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন রোহিত।
ভারতীয় অধিনায়ক বলেছেন, 'খুব সুন্দর লাগছে। এটা খুব খোলামেলা মাঠ। এখন আমরা স্টেডিয়ামটি দেখতে যাচ্ছি। কদিন পরেই আমরা এখানে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলব। যতটুকু সম্ভব খেলোয়াড়দের এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। ৫ জুন আমরা এখানে প্রথম ম্যাচ খেলব। পিচ এবং মাঠে প্রথম ম্যাচের সেই অনুভূতি পাচ্ছি। নিউ ইয়র্কের সবাই খুব আগ্রহী এখানে আসতে এবং বিশ্বকাপ দেখতে। বিভিন্ন দলের সমর্থকরাও উন্মুখ হয়ে আছে এই টুর্নামেন্টের জন্য। আমাদেরও মাঠে নামতে তর সইছে না।