promotional_ad

তানজিদের এখনও উন্নতির অনেক জায়গা আছে: হেম্প

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টিতে অভিষেকের শুরুটা হতে পারতো দুঃস্বপ্নের মতো তবে সুযোগ পেয়ে সেটিকে রঙিন খামে মোড়ালেন তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে বাঁহাতি এই ওপেনার খেললেন ৪৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস। ম্যাচজয়ী ইনিংস খেলার পরও ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন তানজিদের আরও উন্নতির জায়গা আছে।


সৌম্য সরকার পুনবার্সন প্রক্রিয়ার মাঝে থাকায় তানজিদ ও পারভেজ হোসেন ইমনের যেকোন একজনের খেলাটা নিশ্চিতই ছিল। মাহমুদউল্লাহ রিয়াদের পড়িয়ে দেয়া অভিষেক ক্যাপে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ের সুযোগটা পেয়েছেন তানজিদ। লিটন দ্রুতই ফিরলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন বাঁহাতি এই ওপেনার। যদিও ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে পারতেন তিনি। ব্লেসিং মুজারাবানির তৃতীয় বলে পুল করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার ক্লাইভ মাদান্দের গ্লাভসে ক্যাচ দিয়েছিলেন তানজিদ।


promotional_ad

যদিও পেসার মুজারাবানি ও মাদান্দের দ্বিধায় জীবন পান বগুড়ার এই ক্রিকেটার। ওভারের শেষ বলে ক্যাচ ছেড়ে বাঁহাতি এই ওপেনারকে জীবন দিয়েছেন সিকান্দার রাজাও। জীবন পেয়ে সুযোগ লুফে নিতে ভুল করেননি তানজিদ। ৮ চার ও ২ ছক্কায় ৪৭ বলে খেলেছেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। জুনায়েদ সিদ্দিকীর পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেকেই পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়া জুটিতে জয়ের ভিত পায় বাংলাদেশ।


তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরেছেন শেষ পর্যন্ত উইকেটে থেকে। হৃদয়ের সঙ্গে গড়া ৩৬ বলে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে বাংলাদেশ জয় পেয়েছে ২৮ বল বাকি থাকতেই। ওপেনার হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে প্রথম পরীক্ষায় পাশ মার্কও তুলে নিয়েছেন তানজিদ। তবুও বাঁহাতি এই ওপেনারের মাঝে আরও উন্নতির জায়গা দেখেন বাংলাদেশের ব্যাটিং কোচ। যদিও হেম্প জানিয়েছেন, তানজিদ সঠিক পথেই আছেন।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হেম্প বলেন, ‘সে (তানজিদ হাসান তামিমঘ উন্নতি করছে। সে ৫০ ওভারের বিশ্বকাপেও খেলেছে। সে এইচপি প্রোগ্রামের আওতায় ছিল ফলে আমার তাকে আগে দেখার অভিজ্ঞতা আছে। সে প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এগোচ্ছে। আগের চেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। তার এখনও উন্নতির অনেক জায়গা আছে। তবে তরুণ ক্রিকেটারদের নিজের শক্তির জায়গা প্রয়োগ করে ভালো করতে দেখার বিষয়টি দারুণ। বর্তমানে সে সঠিক পথেই এগোচ্ছে।’


প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে জয় পেলেও এখনই হোয়াইটওয়াশের চিন্তা করছে না বাংলাদেশ। হেম্প জানিয়েছেন, প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে সামনের দিকে এগিয়ে যেতে চান তারা। তিনি বলেন, ‘আসলে এই মুহূর্তে চিন্তা করছি না (হোয়াইটওয়াশ)। গত ম্যাচে দারুণ একটি জয় পেয়েছি আমরা। এই পারফরম্যান্স ধরে রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা এখন কেবল একটি ম্যাচ ধরেই এগোতে চাচ্ছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball