ওমানের বিশ্বকাপ দল ঘোষণা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। আকিব ইলিয়াসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে তারা। অধিনায়কত্ব হারিয়েছেন জিশান মাকসুদ।
নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তার নেতৃত্বেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ওমান। এদিকে নেতৃত্ব পেয়ে আকিব ইলিয়াস জানিয়েছেন এটা তার জন্য অনেক দায়িত্ব। দলকে জেতানোই এবার তার মূখ্য কাজ।
তিনি বলেন, 'আমাকে অধিনায়ক হিসাবে যোগ্য মনে করাতে আমি সত্যিই গর্বিত। এটা অনেক বড় দায়িত্ব এবং আমি দলকে জয় উপহার দিতে চাই। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়েছি, এসিসি প্রিমিয়ার কাপ খেলে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।'

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এবারের বিশ্বকাপ দলে। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন বিপিএলে খেলা পেসার বিলাল খান। এ ছাড়া কলিমুল্লাহ ফায়ার বাটরা বোলিং আক্রমণের ধাঁর বাড়াবেন।
বাঁহাতি অর্থোডক্স স্পিনার শাকিল আহমেদ দলে নতুন হলেও বল হাতে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। তাকে সঙ্গ দিতে থাকবেন দুই অলরাউন্ডার আকিব ও জিশান।
এর আগে বিশ্বকাপ বাছাই পর্বে বাহরাইনকে হারিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট পায় ওমান। ওমান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের বিশ্বকাপেও খেলেছে।
এর আগে ২০১৬ সালের বিশ্বকাপেও অংশ নিয়েছিল তারা। মাঝে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা হয়নি তাদের। দুই বছরের বিরতির পর আবার বিশ্বকাপে খেলতে চলেছে তারা।
ওমান স্কোয়াড-
আকিব ইলিয়াস, জিসান মাকসুদ, আয়ান খান, ক্যাশাপ প্রজাপতি, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, প্রতিক আথাওয়ালে, মোহাম্মদ নাসিম, খালিদ খান, মেহরান খান, বিলাল খান, কলিমউল্লাহ, আহমেদ ফায়াজ বাট, শাকিল আহমেদ, রাফিউল্লাহ।