promotional_ad

মুল্ডারের ১৪৭ রানে জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য দিল প্রোটিয়ারা

উইয়ান মুল্ডার, ফাইল ফটো
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অপরাজিত সেঞ্চুরির পর সাত ইনিংস পেরিয়ে অবশেষে আরেকটি তিন অঙ্কের দেখা পেলেন উইয়ান মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বিশাল লিড নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ৩৬৯ রান। এর সঙ্গে প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭।

promotional_ad

তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে এক উইকেটে ৩২ রান তুলেছে। ম্যাচ জিততে তাদের দরকার আরও ৫০৫ রান, হাতে আছে দুই দিন। এই ইনিংসে ব্যাট হাতে সাউথ আফ্রিকার সেরা পারফর্মার ছিলেন মুল্ডার। ২০৬ বলের ইনিংসে ১৭ চার ও দুই ছক্কায় করেন ১৪৭ রান। তিন নম্বরে নেমে খেলা এই ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।


আরো পড়ুন

হায়দরাবাদে কার্সের বদলি মুল্ডার

৬ মার্চ ২৫
উইয়ান মুল্ডার ও ব্রাইডন কার্স

বাংলাদেশের বিপক্ষে সাত নম্বরে নেমে অপরাজিত ১০৫ রান করেছিলেন মুল্ডার। এবার ব্যাটিং অর্ডারে ওপরে উঠে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরেছেন তিনি। এক উইকেটে ৪৯ রান নিয়ে দিন শুরু করা সাউথ আফ্রিকা শুরুতে হারায় টনি ডি জর্জিকে (৩১)।


এরপর মুল্ডার ও বেডিংহ্যামের জুটিতে আসে ৭২ রান। কিন্তু এরপর পরপর উইকেট হারায় দলটি। আগের ম্যাচে অভিষেকেই ১৬৩ রান করা প্রিটোরিয়াস ও হাফ সেঞ্চুরি করা ব্রেভিস এবার ব্যর্থ হন।


promotional_ad



আরো পড়ুন

মহারাজের রেকর্ড, জিম্বাবুয়ের হয়ে একাই লড়লেন সেঞ্চুরিয়ান উইলিয়ামস

২৯ জুন ২৫
জিম্বাবুয়ে ক্রিকেট

পাঁচ উইকেটে ১৫৫ থেকে দলকে টেনে তোলেন মুল্ডার ও কাইল ভেরেইনি। তাদের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ১০৪ রান। মুল্ডার ১৪৯ বলে শতক পূর্ণ করেন। এরপর ক্যাচ তুলে দিয়ে থামেন ১৩৭ রানে।


পরের ওভারে ভেরেইনি ৩৬ রানে আউট হলেও, মহারাজ ও কর্বিন বশ জুটি বেঁধে দলের রান নিয়ে যান তিনশ পেরিয়ে। অষ্টম উইকেটে আসে আরও ৯২ রান। মহারাজ করেন ৭০ বলে ৫১ রান, যা তার ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি।


জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি স্পিনার ৯৮ রানে নেন চার উইকেট। তাড়া করতে নেমে কাইটানো ও প্রিন্স মাসভাউরে ভালো শুরু করলেও দিনের শেষ ওভারে কাইটানো (১২) আউট হয়ে ফেরেন। মাসভাউরে ৫ রানে অপরাজিত আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball