আবারও ‘অ্যাওয়ার্ড নাইট’ শুরুর ঘোষণা বিসিবির

বাংলাদেশ
আবারও ‘অ্যাওয়ার্ড নাইট’ শুরুর ঘোষণা বিসিবির
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বুলবুল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেওয়ার রীতি চালু রাখতে পারেনি তারা।

সেই প্রথা আবারও শুরু করতে চায় বিসিবি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই অ্যাওয়ার্ড প্রথা চালু আছে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশে। সাধারণত বছর শেষে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে এসব পুরষ্কার তুলে দেয়া হয়।

বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের ক্রিকেট কাঠামো উন্নতির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের পারফরম্যান্সের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। শুধু এক বছর নয় অন্তত ৪-৫ বছর চালু রাখার জন্য পরিকল্পনা তৈরি করছে বিসিবি। যেখানে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীদেরও পারফরম্যান্স মূল্যায়ন হতে পারে।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘এটা আমাদের প্রোগ্রামেরই একটা অংশ। হাইপারফরম্যান্স ফর অল—এটার সঙ্গে হচ্ছে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা বা তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য...। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করব এবং সেটা আমরা চালু করব। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসব কিভাবে আমরা পুরস্কারগুলো দিব। সেটা আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি।’

আরো পড়ুন: বিসিবি সভা