স্লো উইকেটে মুস্তাফিজ দুর্দান্ত: ফ্লেমিং

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অন্যতম সেরা মৌসুম কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এখনও পর্যন্ত আইপিএলের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার। পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবারের ম্যাচটি খেলেই চেন্নাইয়ের ডেরা ছাড়বেন মুস্তাফিজ।
নাহলে জসপ্রিত বুমরাহ, হার্শাল প্যাটেলদের সঙ্গে দারুণ টক্কর দিতে পারতেন মুস্তাফিজ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরতে হচ্ছে এই বাঁহাতি পেসারকে। এই ম্যাচের আগে চেন্নাইয়ের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং প্রশংসায় ভাসিয়েছেন মুস্তাফিজকে।

তিনি মনে করেন চিপাকের উইকেটে মুস্তাফিজ দারুণ বোলিং করেন। আগের ম্যাচগুলোতেও এর প্রভাব দেখা গেছে। মুস্তাফিজ আইপিএলের মাঝ পথে চলে যাওয়ার বড় ক্ষতি হয়েছে বলেও জানালেন তিনি। মুস্তাফিজের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, 'মুস্তাফিজের পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং। এই কন্ডিশনে সে দুর্দান্ত, বিশেষ করে স্লো উইকেটে। সে দারুণ ফর্মে আছে। সে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।'
২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম মৌসুমেই সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। এটাই আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে সেরা মৌসুম। আর কয়েক ম্যাচে সুযোগ পেলে মুস্তাফিজ নিজেকেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেতেন।
আগেই জানা গেছে চেন্নাই সুপার কিংসের এই পেসারকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এই ম্যাচ খেলেই শেষ হয়েছে মুস্তাফিজের এবারের আইপিএল অধ্যায়। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৩-৪ উইকেট নেয়া বেশ কঠিন। তবে চেন্নাইয়ের মাটিতে ৪ উইকেট নিয়েই এবারের আইপিএল শুরু করেছিলেন মুস্তাফিজ। এমনভাবেই শেষ করতে চাইবেন এই বাংলাদেশি পেসার।