promotional_ad

কোহলি-হার্দিক-পান্তকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ভারত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ভারত। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্তকে সঙ্গে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ২০০৭ সালের শিরোপাজয়ীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা হয়নি শুভমান গিল এবং লোকেশ রাহুলের।


গুঞ্জন ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না বিরাট কোহলির। যদিও আইপিএলে একের পর এক ম্যাচে রান করে সেই বিতর্ক অনেক আগেই ম্লান করে দিয়েছেন এই ব্যাটার। নিশ্চিতভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে তার। টপ অর্ডারে বড় নামগুলোর মধ্যে বাদ পড়েছেন গিল।


বিতর্ক চলছিল হার্দিককে নিয়েও। এবারের আইপিএলে ব্যাটে-বলে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না এই অলরাউন্ডার। তার জায়গায় চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা শিভম দুবেকে বিশ্বকাপ খেলানোর কথা বলেছিলেন ভারতের অনেক সাবেক ক্রিকেটারই।


promotional_ad

দুবে ঠিকই বিশ্বকাপের বিমান ধরেছেন, তবে হার্দিকও যাচ্ছেন ভারতের সহ-অধিনায়ক হয়ে। এদিকে দুবেকে জায়গা করে দিয়ে স্কোয়াডের বাইরে চলে গেলেন রিঙ্কু সিং। প্রশ্ন ছিল বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক কে হবেন সেটি নিয়েও।


রাহুল, দীনেশ কার্তিক, সাঞ্জু স্যামসন এবং লম্বা সময় পর ক্রিকেটে ফেরা পান্ত- প্রত্যেকেই চলমান আইপিএলে দারুণ ফর্মে আছেন। নির্বাচকরা অবশ্য পান্তের ওপরই আস্থা রেখেছেন। সঙ্গে রেখেছেন সাঞ্জু স্যামসনকেও।


দলে ট্রাভেলিং রিজার্ভে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। তারা হলেন শুভমান গিল, রিংকু সিং, আভেষ খান এবং খলিল আহমেদ।


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশভি জায়সাওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।


রিজার্ভ ক্রিকেটার- শুভমান গিল, রিংকু সিং, আভেষ খান, খলিল আহমেদ।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball