promotional_ad

আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটের কারণে সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি জফরা আর্চার। তবে কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের বিমান ধরছেন ডানহাতি এই পেসার। আর্চারের সঙ্গে ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ফিরেছেন ক্রিস জর্ডানও।


চোট কাটিয়ে গত বছরের শুরুতে সাউথ আফ্রিকার এসএ২০ লিগ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন আর্চার। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিলেন বাংলাদেশও। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে যান ডানহাতি এই পেসার। যদিও পুরো মৌসুম খেলা হয়নি তার। কয়েকটি ম্যাচ খেলার পরই কনুইয়ের চোটে পড়েন আর্চার।


promotional_ad

যার ফলে আইপিএলের মাঝ পথেই ভারত ছাড়তে হয় তাকে। অস্ত্রোপচার শেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলার আশায় রিজার্ভ হিসেবে ইংল্যান্ড দলের সঙ্গে ভারতেও গিয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপ খেলা হয়নি আর্চারের। দেশে ফিরে আবারও পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ইংল্যান্ডের দলে ফিরলেন তিনি।


এর আগে অবশ্য ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন আর্চার। এদিকে সবশেষ ভাইটালিটি ব্লাস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জর্ডান। সেই সঙ্গে ডেথ ওভারে পেস বোলিংয়ের অভিজ্ঞতা থাকায় বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তিনি।


পেস বোলিংয়ে জর্ডান ও আর্চারের সঙ্গে আছেন স্যাম কারান, মার্ক উড এবং রিস টপলি। স্পিনে আদিল রশিদের সঙ্গে সুযোগ পেয়েছেন টম হার্টলি। এ ছাড়া দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন সহ-অধিনায়ক মঈন আলী। ব্যাটিংয়ে টপ অর্ডারের জন্য অধিনায়ক জস বাটলারের সঙ্গে রাখা হয়েছে ফিল সল্ট, জনি বেয়ারস্টো এবং উইল জ্যাকসকে।


ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড- জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball