promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল তারা। এবার বিশ্বকাপের দল ঘোষণা করল সাউথ আফ্রিকা। স্কোয়াডে রাখা হয়েছে ইনজুরি কাটিয়ে ওঠা নরকিয়াকে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নরকিয়া। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে পিঠের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন এই পেসার। মাঠে ফিরেছেন আইপিএল দিয়ে।


promotional_ad

দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ কিছু না করতে পারলেও জাতীয় দলের অভিজ্ঞতা দিয়েই বিশ্বকাপের দলে ফিরছেন নরকিয়া। এছাড়া এসএ টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করে জাতীয় দলের দুয়ার খুলেছেন রায়ান রিকেলটন এবং ওটনীল বার্টম্যান।


এখনও জাতীয় দলের হয়ে অভিষেকই হয়নি এই দুজনের। রিকেলটন এসএ টি-টোয়েন্টির শেষ আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ১০ ম্যাচে করেছিলেন ৫৩০ রান। ডি ককের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে।


১৫ সদস্যের দলের সঙ্গে দুজন ট্রাভেলিং রিজার্ভ রেখেছে সাউথ আফ্রিকা। নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিদিকে দলের সঙ্গেই রাখবে তারা।


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত সাউথ আফ্রিকা স্কোয়াড- এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনীল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ফরচুন বি'জন, রিজা হ্যান্ডরিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball