promotional_ad

আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন তামিম, শুনেছেন পাপন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও গত বছরের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের হয়ে খেলছেন না তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে একটি ম্যাচে ব্যাটিং করলেও চোট নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হুট করেই ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের ও দেশের বাইরে সিরিজ খেললেও কোনটিতেই ছিলেন না তামিম।


বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাংলাদেশের সাবেক অধিনায়ক ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। এরপর থেকে প্রশ্নটা আরও বেশি উঠতে থাকে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম? বিপিএলের ফাইনালের দিনে বাঁহাতি এই ওপেনার জানিয়েছিলেন, বাংলাদেশ দলে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে।


promotional_ad

বিপিএলের পর ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজকে নিজের ভাবনার কথা জানিয়েছেন তামিম। সেই সময় খবর বেরিয়েছিল এবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না তিনি। যদিও তামিমকে নিয়ে এমন কথা স্বীকার করেননি কেউই। এদিকে কদিন আগে নাজমুল হোসেন শান্তর সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন তিনি।


যদিও শান্ত কিংবা তামিমের কেউই খোলাসা করেননি তাদের দুজনের মাঝে কি ধরনের আলোচনা হয়েছে। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তামিম জানিয়েছিলেন, বাংলাদেশের অধিনায়কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। শান্তর সঙ্গে কথা বলার কয়েকদিন পর নাজমুল হাসান পাপন জানালেন, তিনিও শুনেছেন এবছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না তামিম।


সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন তার সঙ্গে কথা বলবেন তামিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও নির্ভর করছে।’


‘সর্বশেষ আমার সঙ্গে যতটুকু কথা হয়েছিল, সে (তামিম) প্রথমে জালাল ইউনুস অপারেশনস সাইড এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপরে আমার সঙ্গে বসবে। ওনাদের সঙ্গে বসেছে। এখন আমার সঙ্গে বসবে। আমি যেটা শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball