promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফির পর সীমিত ওভারের সিরিজ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক আলোচনায় বসেছিলেন ভবিষ্যতের সিরিজগুলো নিয়ে। সেখানেই সীমিত ওভারের এই সিরিজ চূরান্ত করা হয়েছে।


promotional_ad

এই আলোচনায় উপস্থিত ছিলেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসির, ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেকর্ড উসমান ওয়াহলা। আসন্ন এই সিরিজে পাকিস্তান ও নিউজিল্যান্ড ৫টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে খেলার কথা রয়েছে।


যদিও সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের একটি ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলমান রয়েছে। এই সিরিজে নিউজিল্যান্ড দলের নিরাপত্তার দেখভাল করছেন পিসিবি চেয়ারম্যান নিজেই।


এই বিষয়ে এই ব্যাপারে গণমাধ্যমকে নাকভি বলেছেন, 'নিউজিল্যান্ড দলের দেখভাল করা আমাদের দায়িত্ব। এই দলটি আমাদের হৃদয়ের খুব কাছে এবং আমি সবকিছু নিজে পর্যবেক্ষণ করছি। এমনকি এই সফরের নিরাপত্তার বিষয়টিও দেখছি।'


এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। যদিও এই সিরিজের তৃতীয় দলে কে হবে তা নিয়ে খোলাসা করে কিছু বলেনি দুই দেশের ক্রিকেট বোর্ডই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball