কোহলি নয়, রোহিতের সঙ্গে তরুণ কাউকে চান লারা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টানা হারে পয়েন্ট টেবিলের নীচের দিকে অবস্থান ফাফ ডু প্লেসি'র দলের। কিন্তু দল যেখানে নীচের দিকে অবস্থান করছে, সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে সব আলো নিজের দিকে কেড়ে নিচ্ছেন বিরাট কোহলি।
এখন পর্যন্ত আইপিএলের পাঁচ ইনিংসে একটি সেঞ্চুরি, দুটি ফিফটি। রান করেছেন ৩১৬, দুই ইনিংসে অপরাজিত ছিলেন, তাই গড় ১০৫.৩৩। স্ট্রাইক রেট ১৪৬.২৯। এই হচ্ছে এবারের আইপিএলে ব্যাট হাতে বিরাট কোহলির পারফরম্যান্স। এখন পর্যন্ত যিনি এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও।
ব্যাট হাতে এতো আলো ছড়িয়েও হচ্ছে না লাভ, কারণ কোহলিকে নিয়ে যে সমালোচনা চলছেই। কেন? কারণ, কোহলির স্ট্রাইক রেট নাকি টি-টোয়েন্টিসুলভ নয়। এই কোহলিকে ভারতের বিশ্বকাপ দলে রাখা উচিত কি না, সেই প্রশ্ন উঠছে।

মূলত ৬ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ৭২ বলে অপরাজিত ১১৩ রানের একটি ইনিংস খেলেন কোহলি। সেঞ্চুরি হাঁকানোর পরও এই ম্যাচের কারণেই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন তিনি। কারণ কোহলির ৬৭ বলের শতকটি ছিল আইপিএলের ইতিহাসের মন্থরতম শতক।
কোহলির সেই ইনিংসের পরেও সেদিন ম্যাচটা হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, রাজস্থানের হয়ে ৫৮ বলে ১০০ রান করে ম্যাচ বের করে নিয়ে গিয়েছিলেন জস বাটলার। কোহলি দলের জন্য নয়, নিজের মাইলফলকের জন্য খেলছেন—এমন সমালোচনাও শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইপিএলের পারফরম্যান্সের একটা প্রভাব থাকবে সেখানে থাকা না–থাকার বিবেচনায়। কিন্তু কোহলির মতো খেলোয়াড়দের অবশ্য শুধু আইপিএলের পারফরম্যান্স দিয়ে বিবেচনা করার কথা না। তারপরও সমালোচনা কম হচ্ছে না।
এমনকি ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে এই স্ট্রাইক রেট কোহলির সঙ্গে মানানসই কি না, সেটা নিয়ে নানা মত আসছে। এবার এ বিষয়েই নিজের মতটা জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে লারা বলেছেন, ‘একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নির্ভর করে মূলত তাঁর ব্যাটিং পজিশন ও ম্যাচের পরিস্থিতির ওপর। ১৩০ কিংবা ১৪০ স্ট্রাইক রেট একজন ওপেনারের জন্য যথেষ্ট ভালো।
'মিডল অর্ডারে নামলে সেটা ১৫০ থেকে ১৬০ হওয়া উচিত। আইপিএলে আমরা দেখছি, ইনিংসের শেষ দিকে ২০০ স্ট্রাইক রেটে রান তুলছে ব্যাটাররা। কিন্তু কোহলি ওপেন করছে। তার মতো একজন ওপেনার ১৩০ স্ট্রাইক রেটে শুরু করলেও পরে ১৬০ বা তার চেয়েও বেশি স্ট্রাইক রেটে রান তোলার ক্ষমতা রাখে, যা ঠিক আছে’ যোগ করেন তিনি।
ভারতের বিশ্বকাপ দলে কোহলির থাকা নিয়ে কোনো সন্দেহ নেই বলেই মনে করেন লারা, ‘আমার মনে হয় বিরাট-রোহিত ওপেনিং জুটি ভারতের জন্য খুবই ভালো হবে। তবে আমি চাইব, শুরুতে একজন তরুণ থাকুক। মিডল অর্ডারে থাকুক একজন অভিজ্ঞ ব্যাটসম্যান।
তারা ইনিংসের আকার দেবে। শুরুতেই বিরাট-রোহিতের মতো অভিজ্ঞ কাউকে পাঠিয়ে দেওয়ার পর, তাদের মধ্যে কেউ যদি শুরুতেই আউট হয়ে যায়, তাহলে দল চাপে পড়ে যাবে। আমি বিরাট-রোহিত-গিলকে প্রথম তিনে দেখতে চাই’ যোগ করেন তিনি।