promotional_ad

বাংলাদেশকে ভোগানো কামিন্দুই আইসিসির মাসসেরা ক্রিকেটার

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ খেলায় ব্যস্ত ছিল শ্রীলঙ্কা দল। টেস্ট সিরিজে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন কামিন্দু মেন্ডিস। এবার আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি।


বাংলাদেশের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লঙ্কানরা। যেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় দলটি। সেখানে ব্যাট নিজেকে মেলে ধরতে পারেননি কামিন্দু। তিন ম্যাচে ২২.৬৬ গড়ে করেছেন ৬৮ রান।


promotional_ad

কিন্তু সাদা পোশাকে খেলতে নেমেই দারুণভাবে জ্বলে উঠেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। সিলেট টেস্টে শান্তদের বিপক্ষে ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারী দলটি। এমন পরিস্থিতি থেকে ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু।


এরপর দ্বিতীয় ইনিংসেও ১৬৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বিশাল অবদান রাখেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে আসে ৯২ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৯ রান করলেও বল হাতে নিয়েছেন ৩ উইকেট।


ফলে সিরিজ সেরার পুরুষ্কারটাও ওঠে তার হাতেই। মাস জুড়ে এমন পারফরম্যান্সেই আইসিসির মাস সেরার দৌড়ে নাম লেখান কামিন্দু। এই লঙ্কান ছাড়াও তালিকায় জায়গা পেয়েছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার।


মার্চের সেরা ক্রিকেটার হওয়ার পর কামিন্দু বলেন, ' আইসিসির মাসসেরা ক্রিকেটার হতে পেরে দারুণ লাগছে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটা দারুণ এক অনুপ্রেরণা। এটা আমাদের দেশ, ভক্ত সবার জন্য পারফর্ম করতে আরও বেশি উৎসাহিত করবে। অ্যাডায়ার এবং হেনরিকেও আমি শুভকামনা জানাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball