পান্তের বিশ্বকাপ খেলা নির্বাচকদের ওপর নির্ভর করে: সৌরভ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উইকেটকিপিং করতে পারলে বিশ্বকাপে খেলতে পারবেন ঋশভ পান্ত। এমনটাই জানিয়েছিলেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। সেই শর্ত পূরণ করে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট ও গ্লাবস হতে দারুণ ছন্দে আছেন দুর্ঘটনা থেকে সুস্থ হয়ে ফেরা এই ভারতীয় ক্রিকেটার।
চলতি আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন পান্ত। এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন তিনি। যেখানে এক বছরের বেশি সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে করেছিলেন ১৮ রান। দ্বিতীয় ম্যাচে থেমেছেন ২৮ রানে। কিন্তু পরের দুই ম্যাচেই কলকাতা ও চেন্নাইয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছেন। এ সময় গ্লাবস হাতে চারটি ক্যাচ ছাড়াও একটি স্ট্যাম্পিং করেছেন তিনি।
দলের হয়ে নিজের সবটুকুই দিচ্ছেন ২৬ বছর বয়সী পান্ত। তাই এই ক্রিকেটারের বিশ্বকাপ খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল দলটির প্রধান কোচ সৌরভ গাঙ্গুলির কাছে। তিনি মনে করেন পন্ত সম্পূর্ণ ফিট। কিন্তু তার বিশ্বকাপ খেলা নিয়ে এখনি কোনো মন্তব্য করতে চান না গাঙ্গুলি। অবশ্য পান্তের বিশ্বকাপ খেলাটা যে নির্বাচকদের ওপরই নির্ভর করে, সেটাও জানিয়েছেন।

গাঙ্গুলির ভাষ্যমতে, ‘আরও কয়েকটি ম্যাচ যেতে দিন। সে খুবই ভালো করছে। উইকেটকিপিং, ব্যাটিং দু'টি ক্ষেত্রেই ভালো ছন্দে রয়েছে। বিশেষ করে যেভাবে সে গত দুই ম্যাচে ব্যাটিং করেছে। আর এক সপ্তাহ যেতে দিন, তখন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব। তবে নির্বাচকেরা তাকে নেবেন কিনা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সে ফিট, সম্পূর্ণ ফিট।’
২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় ভয়ানক ভাবেই আহত হন পান্ত। এরপর তার মাঠে ফেরা নিয়ে তো বটেই, শঙ্কা ছিলো তার জীবন নিয়েও। কিন্তু সবকিছু পেছনে ফেলে মাঠের ফিরেছেন তিনি। শুধু তাই নয় বিসিসিআই সেক্রেটারি জয় শাহর মন্তব্য অনুযায়ী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও দেখা যেতে পারে তাকে।
পান্তের দলে ফেরা নিয়ে জয় শাহ বলেছিলেন, ‘সে ভালো ব্যাটিং করছে, ভালো উইকেটকিপিং করছে। আমরা তাকে শিগগিরই ফিট ঘোষণা করব। সে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলে আমাদের জন্য সেটা হবে বিরাট ব্যাপার। সে আমাদের বড় এক সম্পদ। সে যদি কিপিং করতে পারে, তাহলে বিশ্বকাপেও খেলতে পারে। দেখা যাক, আইপিএলে সে কেমন করে।’