বাংলাদেশকে হতাশ করে প্রথম দিন শ্রীলঙ্কার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিং সহায়ক উইকেটে খানিকটা ধারহীন বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। উইকেটে আহামরী কিছু না থাকারও শ্রীলঙ্কার চার উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। সংখ্যাটা আরও বেশি হতে পারত, শ্রীলঙ্কার রানও তখন খানিকটা কম থাকতো। কিন্তু ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ে হতাশায় ডুবতে হয়েছে বাংলাদেশকে। সুযোগ পেয়ে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছেন লঙ্কান ব্যাটাররা। নিশান মাদুশকার, দিমুথ করুনারত্নে এবং কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান।
চট্টগ্রামে এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি ধনাঞ্জয়া ডি সিলভাকে। যদিও ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট হারাতে পারত শ্রীলঙ্কা। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁয়ে যায় মাদুশকার। কিন্তু স্লিপে দাঁড়িয়ে সেটা লুফে নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার করুনারত্নেও জীবন পেয়েছেন মাদুশকার মতো।

হাসানের বাউন্সারে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন করুনারত্নে। সীমনা থেকে একটু থাকা সাকিব আল হাসান ডাইভ দিলেও ক্যাচ নিতে পারেননি। বরং তার হাত ফসকে বল ছক্কা হয়েছে। এদিকে ৯ রানে জীবন পাওয়া মাদুশঙ্কা হাফ সেঞ্চুরি পেয়েছেন। প্রথম সেশনে উইকেটশূন্য থাকা বাংলাদেশ উইকেট পেয়েছে লাঞ্চের পরই। মেহেদী হাসান মিরাজের বলে ড্রাইভ করে ২ রান নিতে গিয়ে রান আউট হয়েছেন মাদুশঙ্কা। লঙ্কান ওপেনারকে ফিরতে হয় ৫৭ রানে।
মাদুশকার মতো হাফ সেঞ্চুরি পেয়েছেন করুনারত্নে। খালেদকে এক্সট্রা কভার দিয়ে চার মেরে ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। শুরু থেকে দারুণ ব্যাটিং করতে থাকা মেন্ডিসও ছুঁয়েছেন পঞ্চাশ। তিনে নামা এই ব্যাটারের হাফ সেঞ্চুরি দুইশ পেরোয় লঙ্কানদের রান। দলের রান দুইশ হওয়ার পর অবশ্য আউট হয়েছেন করুনারত্নে। সাকিবের হাতে জীবন পাওয়া এই ব্যাটারকে ফিরিয়েছেন হাসান। ডানহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৮৬ রান করা করুনারত্নে।
এটিই হাসানের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। এদিকে সেঞ্চুরি করতে পারেননি মেন্ডিসও। সেঞ্চুরির খুব কাছে থাকা এই ব্যাটারকে নিজের শিকার বানিয়েছেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের বলে সামনে খেলতে চেয়েছিলেন মেন্ডিস। তবে ব্যাটের কানায় লেগে বল স্লিপে গেলে দারুণ দক্ষতার সঙ্গে সেটা লুফে নেন মিরাজ। মেন্ডিসকে ফিরতে হয় ৯৭ রানের ইনিংস খেলে। শেষ বিকেলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরিয়েছেন হাসান।
ডানহাতি এই পেসারের বলে তৃতীয় স্লিপে দাঁড়িয়ে দ্বিতীয়বারের চেষ্টায় ম্যাথিউসের ক্যাচ দিয়েছেন মিরাজ। অভিজ্ঞ ম্যাথিউসকে ফিরতে হয় ২৩ রানে। প্রথম দিনের বাকি সময়টা ধনাঞ্জয়াকে সঙ্গে নিয়ে কাটিয়ে দিয়েছেন দীনেশ চান্দিমাল। প্রথম দিন শেষে ধনাঞ্জয়া ১৫ এবং চান্দিমাল অপরাজিত আছেন ৩৪ রানে। বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া হাসান দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া এক বছর পর টেস্টে ফেরা সাকিবের শিকার একটি।