promotional_ad

'গুজরাটের বিপক্ষেও চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মুস্তাফিজ'

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিয়ারের শুরুর দিকে স্লোয়ার-কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠেছিলেন মুস্তাফিজুর রহমান। ব্যাটারদের কাছে গোলকধাঁধা হয়ে ওঠা স্লোয়ার-কাটারের ধার ফুরিয়ে যায় একটা সময় পর। লম্বা সময় পর চেন্নাই সুপার কিংসের জার্সিতে পুরনো মুস্তাফিজকে খানিকটা খুঁজে পাওয়া গেছে। তবে চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচেও বড় ভূমিকা পালন করবেন বাংলাদেশের এই পেসার, এমনটাই বিশ্বাস করেন মিচেল ম্যাকলেনাহান।


চেন্নাইয়ের হয়ে অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। দীপক চাহার ও তুষার দেশপাণ্ডেকে দিয়ে বোলিং শুরু করা রুতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজকে বোলিংয়ে এনেছেন ইনিংসের পঞ্চম ওভারে। বোলিংয়ে এসেই ফাফ ডু প্লেসি এবং রজত পাতিদারকে আউট করেছেন বাঁহাতি এই পেসার। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।


এরপর ১২তম ওভারে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন রুতুরাজ। সেই ওভারে ৩ রান দিয়ে মুস্তাফিজ নিয়েছেন ২ উইকেট। ফিরিয়েছেন বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনের মতো ব্যাটারকে। নিজের তৃতীয় ও শেষ স্পেলে ২ ওভারে ২২ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। সব মিলিয়ে তিন স্পেলে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। কার্তিক জানান, মুস্তাফিজ সঠিক লেংথে বোলিং করেছে এবং তিন স্পেলেই নিজের সামর্থ্য দেখিয়েছে।


promotional_ad

এদিকে গত মৌসুমে চেন্নাইকে শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন মাথিশা পাথিরানা। ডেথ ওভার বিশেষজ্ঞ এই লঙ্কান চেন্নাই স্কোয়াডে যোগ দেওয়ায় ঘরের মাঠে এই ম্যাচে কি চেন্নাইয়ের একাদশে কোনো পরিবর্তন আসতে পারে? নিউজিল্যান্ডের সাবেক পেসার মিচেল ম্যাকলেনাহান তেমনটা মনে করছেন না।


এই পেসারের মতে, চেন্নাইয়ের এই ম্যাচেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন মুস্তাফিজ। একাদশে পরিবর্তন আসতে পারে কি না—এ প্রশ্নে ইএসপিএনক্রিকইনফোতে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় না; যদিও কোন ধরনের উইকেটে খেলা হবে, তার ওপর নির্ভর করে। আমার মনে হয় মুস্তাফিজ আবারও চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।'


'পাথিরানা না থাকায় হয়তো নিয়ে কিছু উদ্বিগ্ন ছিল ডেথ ওভারে কী হবে তা নিয়ে। কিন্তু মুস্তাফিজ প্রথম ম্যাচে ব্যতিক্রম ছিল। ৫-৬ বছর (৮ বছর) আগে টম মুডির সানরাইজার্সে মুস্তাফিজ যেমন ছিল, তাকে দেখে তেমন মনে হয়েছে। এটা চেন্নাইয়ের জন্য দারুণ কিছু হয়েছে।’


বাংলাদেশে খেলতে এসে পাথিরানা চোট পান গত ৬ মার্চ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সেই চোটে পরের ম্যাচ মিস করেন তিনি। পরে জানা যায় আইপিএলের শুরুর দিকে থাকছেন না পাথিরানা।


পাথিরানার চোটেই মূলত দুয়ার খুলে যায় মুস্তাফিজের, যাকে এবারই প্রথম দলে নিয়েছে চেন্নাই। দলের সঙ্গে যোগ দিলেও পাথিরানা ম্যাচ খেলার জন্য কতটুকু ফিট, সেটা এখনো নিশ্চিত নয়। যদিও তার অনুশীলনের ছবিও পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball