promotional_ad

গুজরাটের পেস আক্রমণের সামনে হেরে গেল হার্দিকের মুম্বাই

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১২ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ছিল দুই উইকেটে ১০৭। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচটি জিততে তখনও ৪৮ বলে ৬২ রান লাগতো পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেখান থেকে মোহিত শর্মা, স্পেন্সার জনসন এবং উমেশ যাদবদের নাটকীয় বোলিংয়ে ম্যাচটি বের করে নেয় গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার দলের বিপক্ষে ম্যাচটি ৬ রানে জিতে নেয় শুভমান গিলের দল।


১৩ ওভারের প্রথম বলেই বিদায় নেন রোহিত শর্মা। সাই সুদর্শনের বলে মুম্বাইয়ের সদ্য সাবেক হওয়া অধিনায়ক সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন। ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে রোহিত বিদায় নিলেও 'ইমপ্যাক্ট' প্লেয়ার হিসেবে নামা ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে ম্যাচে ভালোভাবেই টিকেছিল মুম্বাই।


ইনিংসের ১৬ ওভারে অবশ্য ব্রেভিসও ফিরে যান। দুটি চার ও তিনটি ছক্কায় ৩৮ বলে ৪৬ রান করা এই সাউথ আফ্রিকানকে কট অ্যান্ড বোল্ড করে ফেরান মোহিত। সেই ওভার শেষে ২৪ বলে ৩৯ রান লাগত মুম্বাইয়ের।


promotional_ad

মাঝে রশিদ খানের এক ওভারে মাত্র তিন রান নিয়ে আরও চাপে পড়ে মুম্বাই। নিজের পরের ওভারে টিম ডেভিডকেও ফেরান মোহিত। তার স্লোয়ার বাউন্সারে সজোরে আঘাত করতে গিয়ে বল উপরে তুলে দেন ১০ বলে ১১ রান করা এই অস্ট্রেলিয়ান। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে সেই ক্যাচটি ধরেন ডেভিড মিলার।


তারপরের আইপিএল অভিষিক্ত পেসার স্পেন্সার জনসন ফিরিয়ে দেন তিলক ভার্মা (১৯ বলে ২৫) এবং জেরাল্ড কোয়েটজিকে। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান লাগত। ছক্কা এবং চার হাঁকিয়ে উমেশ যাদবকে স্বাগত জানালেও তার তৃতীয় বলে লংঅনে ক্যাচ দিয়ে ফিরে যান হার্দিক। গুজরাটের বোলারদের মধ্যে আজমতউল্লাহ ওমরজাই, উমেশ, স্পেন্সার এবং মোহিত দুটি করে উইকেট নেন।


আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এর আগে টস হেরে আগে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান তোলে গুজরাট। পাওয়ার প্লে'তে অবশ্য আগ্রাসী ভঙ্গিমায় খেলছিলেন দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবিং শুভমান গিল। চতুর্থ ওভারের শেষ বলে ঋদ্ধিমানকে বোল্ড করে তাদের ৩১ রানের জুটি ভাঙেন জসপ্রীত বুমরাহ।


ঋদ্ধিমান ১৫ বলে ১৯ করে ফিরে গেলেও আরও কিছুক্ষণ টিকেছিলেন গিল। ২২ বলে ৩১ রান করা গুজরাটের অধিনায়ককে ফেরান পীযূষ চাওলা। বর্ষীয়ান এই স্পিনারের দ্রুত গতিতে আসা ডেলিভারিকে লং অনে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে মোহিত শর্মার তালুবন্দী হন গিল।


তারপর ৪০ রানের জুটি গড়েন সাই সুদর্শন এবং আজমতউল্লাহ ওমরজাই। বল হাতে দুই উইকেট নিয়ে আইপিএল অভিষেক রাঙালেও ব্যাট হাতে এ দিন তেমন কিছু করতে পারেননি এই আফগান অলরাউন্ডার। আরেক অভিষিক্ত জেরাল্ড কোয়েটজির বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ১১ বলে ১৭ রান করেন তিনি।


শেষদিকে ১৫ বলে ২২ রান করা রাহুল তেওয়াটিয়ার উইকেটও নেন কোয়েটজি। গুজরাটকে মূলত ম্যাচে রেখেছিলেন সুদর্শন। বুমরাহর বলে স্কয়ার লেগে ক্যাচ আউট হওয়ার আগে ৩৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৪৫ রান আসে তার ব্যাটে।


মুম্বাইয়ের হয়ে চার ওভারে ২৭ রান দিয়ে দুই উইকেট নেন অভিষিক্ত কোয়েটজি। তবে দলটির সফল বোলার সেই বুমরাহই। মাত্র ১৪ রান খরচায় তিন উইকেট নেন এই পেসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball