promotional_ad

প্রথমবারের মতো টেস্ট দলে রানা, ফিরলেন লিটন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সবশেষ মৌসুমে গতিময় বোলিংয়ে নজর কেড়েছিলেন নাহিদ রানা। তবে ডানহাতি এই পেসার সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেবার অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি একেবারেই। সবশেষ বিপিএলেও শুরুতে দল পাননি নাহিদ।


যদিও টুর্নামেন্ট শুরুর আগে তরুণ এই পেসারকে দলে টানে খুলনা টাইগার্স। বরাবরের মতো এবারও আলোচনায় ছিলেন গতিময় বোলিংয়ের জন্যই। রংপুর রাইডার্সের বিপক্ষে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন তিনি। সাকিব আল হাসানের বিপক্ষে করা এমন ডেলিভারি দেখে রোমাঞ্চিত হয়েছিলেন ধারাভাষ্যকার আমের সোহেল।


promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটে নাহিদের পরিসংখ্যানটাও বেশ সমৃদ্ধ। ১৫ ম্যাচে নাহিদের শিকার ৬৩ উইকেট। এমন পারফরম্যান্সে জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেন এবারই প্রথম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়েছে নাহিদকে।


বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দলে ছিলেন না তিনি। পরিবারকে সময় দিতে সেই সময় এক মাসের ছুটি নিয়েছিলেন টেস্টের তৎকালীন সক-অধিনায়ক লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে ফেরানো হয়েছে তাকেও। স্পিনার হিসেবে তাইজুল ইসলামের সঙ্গে স্কোয়াডে আছেন নাঈম হাসান এবং মেহেদী হাসান মিরাজ।


পেসার হিসেবে স্কোয়াডে আছেন চারজন। যেখানে তরুণ নাহিদের সঙ্গে আছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং সৈয়দ খালেদ আহমেদ। এদিকে ওপেনার হিসেবে জাকির হাসানের সঙ্গে রাখা হয়েছে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। কিউইদের বিপক্ষে প্রথমবার ডাক পাওয়া শাহাদাত হোসেন দিপু টিকে গেছেন লঙ্কানদের বিপক্ষেও।


প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল-


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান এবং নাহিদ রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball