বাংলাদেশ সফরে অনিশ্চিত হারিস

ছবি: সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে মেজর লিগে খেলার সময় চোটে পড়েছেন হারিস রউফ

মেজর লিগ ক্রিকেটে বল হাতে দারুণ ছন্দে ছিলেন হারিস। সান ফ্র্যান্সিসকোর হয়ে ৮ ম্যাচে ৯.০৮ ইকনোমি রেটে ১৭ উইকেট নিয়েছিলেন। টেক্সাস সুপার কিংসের ম্যাচে হঠাৎই চোট নিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার। পরবর্তীতে এমআরই স্ক্যান করানোর পর জানা যায় গ্রেড-ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন হারিস। যার ফলে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
বিগ ব্যাশের ড্রাফটে আফ্রিদিসহ ৪ পাকিস্তানি তারকা
১১ জুন ২৫
হারিসের জায়গায় নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে দলে নিয়েছে সান ফ্র্যান্সিসকো। গত দুই সপ্তাহ ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে অনুশীলনও করছিলেন তিনি। পাকিস্তানি পেসার ছিটকে যাওয়ায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচও খেলেছেন লিস্টার। মেজর লিগের পাশাপাশি বাংলাদেশ সফর থেকেও হারিসকে ছিটকে দিতে পারে হ্যামস্ট্রিংয়ের চোট।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। মেজর লিগ শেষে জাতীয় দলের হয়ে বাংলাদেশে আসার কথা ছিল ডানহাতি পেসারের। তবে চোটের কারণে বাংলাদেশে আসতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, সেই সফর থেকে ছিটকে যেতে পারেন হারিস।
আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে পাকিস্তান
৬ জুলাই ২৫
ডানহাতি পেসারের মতো বাংলাদেশ সফরে অনিশ্চিত শাদাব খানও। বাংলাদেশ সিরিজের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও অস্বস্তিতে ভুগছিলেন তারকা এই অলরাউন্ডার। যার ফলে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কাঁধের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারই সবচেয়ে ভালো উপায়। জানা গেছে, কাঁধের অস্ত্রোপচার করাতে ইংল্যান্ডে যেতে পারেন ডানহাতি এই লেগ স্পিনার।
শাদাবের মতো নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে নিয়েও শঙ্কা ছিল। পিএসএল খেলার সময় সাইড স্ট্রেইন চোটে পড়েছিলেন ওয়াসিম। সেরে উঠতে না পারায় বাংলাদেশের বিপক্ষে খেলা হয়নি তাঁর। ওই সময় লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এই সময় পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন ডানহাতি এই পেসার। পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ আকিব জাভেদ জানিয়েছেন, তারা দুজনই ফিট হয়ে উঠেছেন এবং পুরনো ছন্দে বোলিং করছেন।