promotional_ad

‘পরীক্ষা-নিরীক্ষা করার সঙ্গে সিরিজও জিততে চাই, এটাই সমস্যা’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটে চলছে অধিনায়ক বদলের আলোচনা। নতুন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে সরিয়ে অন্য কারো কাঁধে নেতৃত্বভার তুলে দেয়ার আলোচনা চলছে কদিন ধরেই। এসব একেবারেই পছন্দ হচ্ছে না শাদাব খানের। আফ্রিদির নেতৃত্বেই পুরোপুরি ভরসা তার।


বিশ্বকাপ ব্যর্থতায় বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক করা হয় আফ্রিদিকে। যদিও নেতৃত্বের শুরুটা একেবারেই বাজে ছিল আফ্রিদির। গত জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে হারে আফ্রিদির পাকিস্তান।


promotional_ad

তখন অবশ্য আফ্রিদিকে নিয়ে খুব বেশি সমালোচনা হয়নি । তবে এবারের পাকিস্তান সুপার লিগে আফ্রিদির দল লাহোর কালান্দার্স পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে আসর শেষ করায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে। কেউ কেউ বলছেন মোহাম্মদ রিজওয়ানকে নেতৃত্ব দিতে, কেউ নেতা হিসেবে ফিরে চাইছেন বাবর আজমকে।


এসব আলোচনায় বিরক্ত হয়ে শাদাব বলেন, ‘এখন দেখুন, শাহিনকে আমরা একটি সিরিজ দিয়েছি এবং আমরা তার নেতৃত্বে পরিবর্তন চাইছি। এটা এ রকম হওয়া উচিত নয়। কারণ, একজনকে তার প্রক্রিয়া আর পদ্ধতিতে অধিনায়কত্ব করার জন্য লম্বা সময় দেওয়া প্রয়োজন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করার সঙ্গে সিরিজও জিততে চাই। এটাই সমস্যার সৃষ্টি করে।’


‘একজন অধিনায়কের নিজস্ব ভাবনা আছে। কিন্তু এখন এটা সম্ভব নয়। কারণ, আমরা একটা সিরিজের পরই অধিনায়ক বদলানোর আলোচনা শুরু করি। বিশ্বকাপ আসছে। আমাদের এখন লম্বা সময়ের জন্য খেলোয়াড় খুঁজে বের করতে হবে, যাতে করে আমরা বিশ্বকাপে যাওয়ার আগে সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারি।’


মূলত আফ্রিদির নেতৃত্বে ২০২২ ও ২০২৩ মৌসুমে শিরোপা জিতেছিল লাহোর। যার কারণে তাকে নেতা হিসেবে বেছে নেয় পাকিস্তান। এবারের পিএসএলের ফাইনালে উঠেছে ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতান্স।


এই দুই দলের অধিনায়ক যথাক্রমে রিজওয়ান এবং শাদাব। এদিকে ব্যাটার হিসেবে পারফর্ম করেই চলেছেন বাবর। সবকিছু মিলিয়ে আফ্রিদিকে আর নেতৃত্বে চাইছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বড় একটি অংশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball