জুরেলের ভাবনায় নেই 'বিশ্বকাপ'

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কদিন পরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। অনেক ক্রিকেটারই এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভালো করে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চাইবেন। বিশেষ করে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে সাঞ্জু স্যামসন, ইশান কিশান, জিতেশ শর্মা ও ঋশভ পান্ত বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন।
তাদের সঙ্গে লড়াইয়ে থাকবেন আরেক উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলও। কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে জুরেলের। অভিষেক সিরিজেই বেশ কয়েকটি দারুণ ইনিংস খেলে সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের কথা মাথায় নিয়ে আইপিএলে খেলতে নামছেন না।

সম্প্রতি নিউজ এইটিনকে দেয়া এক সাক্ষাৎকারে জুরেল বলেন, 'আমি নিজেকে কোথাও দেখছি না। এটা আমার স্বপ্ন ছিল (ভারতের হয়ে বিশ্বকাপে খেলা)। কিন্তু আমি এটা নিয়ে ভাবছি না। আমি যদি সুযোগ পাই তাহলে ভালো। যদি সুযোগ না পাই তাহলেও ঠিক আছে। আমার জন্য এটা রান করার, ভালো ক্রিকেট খেলার এবং দলকে সাহায্য করার সুযোগ। যে ম্যাচই হোক না কেন আমার এটাই চিন্তা থাকবে।'
আইপিএলে জুরেল খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। দলটির অধিনায়কত্বের সঙ্গে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যাবে স্যামসনকে। ফলে আইপিএলে উইকেটরক্ষক ব্যাটারের ভূমিকায় দেখা যাবে না জুরেলকে। ফলে বিশ্বকাপ দলে পারফর্ম করতে হলে ব্যাট হাতেই পারফর্ম করতে হবে তাকে।
আইপিএলের গত মৌসুমটা ভালো যায়নি জুরেলের। ১৩ ম্যাচে মোটে করেছিলেন ১৫২ রান। সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ৩৪ রানের। এবার সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে পারফর্ম করে রাজস্থানের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ারই লক্ষ্য থাকবে এই উইকেটরক্ষক ব্যাটারের।