promotional_ad

নতুন স্টেডিয়াম আমাদের 'লাকি চার্ম' হতে চলেছে: ধাওয়ান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরটা একেবারেই ভালো যায়নি পাঞ্জাব কিংসের। তারা ১৪ ম্যাচের মধ্যে ৮টিতেই হেরেছিল দলটি। বাকি ৬টিতে জয় পেয়েছিল শিখর ধাওয়ানের দল। তবে এবারের আইপিএলে ঘুরে দাঁড়াতে চায় দলটি। 


আইপিএলের সূচনা লগ্ন থেকেই মোহালি স্টেডিয়ামই পঞ্জাব দলের হোম গ্রাউন্ড। তবে এবার থেকে দলটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে মুলানপুর স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম দেয়া হয়েছে মহারাজা যাদবেন্দ্রসিংহ স্টেডিয়াম। এখানেই পাঞ্জাব নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলো খেলবে।


promotional_ad

দলটির অধিনায়ক ধাওয়ান জানিয়েছেন এই নতুন স্টেডিয়াম তাদের জন্য 'লাকি চার্ম' হতে চলেছে। মোহালিতে আর কোনো ম্যাচ খেলবে না পাঞ্জাব। তবে পুরনো মাঠ ও সেই মাঠের গ্রাউন্ডসম্যানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ধাওয়ান।


পাঞ্জাবের নতুন মৌসুমের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ধাওয়ান বলেন, 'নতুন জার্সির নতুন বিশেষত্ব এবং প্রতিটি দিন নতুন। প্রতিদিনই আপনি নতুন কিছু নিয়ে হাজির হবে। টুর্নামেন্টের আগে আমরা সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে চাই। নতুন স্টেডিয়াম আমাদের লাকি চার্ম হতে চলেছে। আমরা ইতিবাচক চিন্তাভাবনা করার চেষ্টা করছি। আমরা মোহালির প্রতি কৃতজ্ঞ এবং আমরা মোহালি স্টেডিয়াম এবং গ্রাউন্ডসম্যানদের কৃতজ্ঞতা জানাতে চাই।'


মুলানপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে বালু দিয়ে। ফলে এই মাঠে অতি বৃষ্টির পড়েও ২৫-৩০ মিনিটের মধ্যে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। এ ছাড়াও এই মাঠের অন্যান্য সুযোগ সুবিধাও আন্তর্জাতিক মানসম্পন্ন। এই মাঠে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাঞ্জাবের ক্রিকেটাররা।


এই মাঠ নিয়ে ধাওয়ান আরও বলেন, 'মুলানপুর স্টেডিয়ামও বেশ গোছানো এবং এই মাঠের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো। যেখানে বৃষ্টি শেষ হওয়ার ২৫-৩০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব হবে। ঐতিহ্যবাহী মাটির বদলে এই মাঠ তৈরি করা হয়েছে বালু দিয়ে। যার পরিচর্যা করা খুবই কঠিন হবে। কিন্তু ভালো স্থায়িত্ব।'


পাঞ্জাব কিংস আইপিএলে সবচেয়ে ভালো সময় কাটিয়েছে ২০১৪ সালে। সেবার তারা রানার্স আপ হয়ে আসর শেষ করেছিল। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল তারা। এবার তারা আইপিএলে নিজের মিশন শুরু করবে ২৩ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball