promotional_ad

সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরলো শেখ জামাল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি মৌসুমে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিন দলটির টপ অর্ডারের ব্যর্থতা নিজের সেঞ্চুরি দিয়ে ঢেকেছেন তিনি। তাকে হাফসেঞ্চুরি করে দারুণ সঙ্গ দিয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। ফলে ২৫৬ রানের পুঁজি পায় দলটি। 


জবাবে রিপন মন্ডল ও শফিকুল ইসলামের তোপে ১৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে ব্রাদার্স ইউনিয়ন। সবশেষ রাহাতুল ফেরদৌস হাফসেঞ্চুরি করলেও ১৩৫ রানের বেশি তুলতে পারেনি দলটি। ফলে ১২১ রানের বড় জয় পেয়েছে শেখ জামাল।

ফতুল্লার খান সাহেব উসমান আলি স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। তারা মাত্র ১৩ রান তুলতেই দুই ব্যাটারকে হারায়। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা সৈকত আলী এই ম্যাচে মাত্র দুই রান করেই সাজঘরে ফেরেন। এরপর রবিউল ইসলাম ফিরেছেন রানের খাতা না খুলেই। ফজলে রাব্বিকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন সাইফ হাসান।

তারা দুজনে গড়েন ৫৭ রানের জুটি। কিন্তু নূরের বলে উইকেটের পিছনে ক্যাচ তুলে দিয়ে ৩৪ রান করেই সাজঘরে ফেরেন সাইফ।এরপর মাঠে নামেন অধিনায়ক সোহান। ফজলে রাব্বিকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন তিনি। এ সময় ৬৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন আগের দুই ম্যাচ ব্যর্থ হওয়া ফজলে রাব্বি। এদিকে আগ্রাসীভাবে ব্যাট চালাতে থাকেন সোহান।


promotional_ad

ম্যাচের ৩৬ তম ওভারে ওয়ালিদের প্রথম দুই বলে একটি ছয় ও চারের মারে ৫২ বলেই নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন সোহান। তাদের দুজনের ব্যাটে করেই দুশর পথে হাটতে থাকে দলটি। কিন্তু ৭৪ রানে ব্যাট করতে থাকা ফজলে রাব্বি শিকার হন ফেরদৌসের বলে। এই স্পিনারের বলে বোল্ড হলে তাদের ৯০ রানের জুটি ভাঙে।


এরপর ইয়াসির আলি চৌধুরী ও জিয়াউর রহমান উভয়ই ৫ রানে ফেরেন। তবে উইকেটের অন্য পাশে রান তুলতে থাকেন সোহান। আগের ম্যাচে ৮০ রান করা এই ব্যাটার আজ ৯৫ বলেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। এক বল পরই আবু জায়েদ রাহির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে ফেরেন। ৪ ছক্কা ও ৬ চারের সাহায্যে এই ইনিংস সাজান তিনি।


সবশেষ আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলে নির্ধারিত ওভার শেষে ২৫৬ রানে থামে শেখ জামালের ইনিংস। ব্রাদার্সের হয়ে রাহি নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট। ওয়ালিদ নিয়েছেন দুটি ও ফেরদৌস, নুর, মনির নিয়েছেন একটি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শফিকুল ও রিপনের তোপের মুখে পরে ব্রাদার্স। দলটির প্রথম পাঁচ ব্যাটারের চার জনই ফিরেছেন শূন্য রানে।


এরপর ফেরদৌস ও শাকিল ৬৫ রানের জুটি গড়লে দলটির শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান এসেছে ফেরদৌসের ব্যাট থেকে। শেখ জামালের হয়ে রিপন ও শফিকুল চারটি করে উইকেট নিলে ১২১ রানের বড় জয় নিশ্চিত করে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball