promotional_ad

চোটে ওয়ানডে সিরিজ শেষ সাকিবের, ওয়ানডে দলে হাসান

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। চ্ট্টগ্রামে আজ অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই পেসার। তার জায়গায় হাসান মাহমুদকে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। 


হাসানের ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজে বেশ ভালো ছন্দে ছিলেন তানজিম হাসান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম।


promotional_ad

যার প্রথম ৩টি তিনি নিয়েছিলেন প্রথম ম্যাচেই। বাংলাদেশকে ম্যাচে ফেরানোয় বড় অবদান ছিল এই পেসারের। এদিকে হাসান সর্বশেষ ওয়ানডে খেলেছেন নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন হাসান।


নিউজিল্যান্ড সফরে ছিলেন না বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। চলতি শ্রীলঙ্কা সিরিজে তার ফেরাতেই মূলত ওয়ানডে দল থেকে বাদ পড়ে যান হাসান। তবে সাকিবের চোটে আবারও কপাল খুলেছে এই পেসারের। হাসান ব্যস্ত ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে।


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শাইনপুকুরের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। অবশ্য ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩৩ রান খরচ করেও কোনো উইকেট পাননি তিনি। হাসান স্কোয়াডে জায়গা পেলেও একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবেন আরেক পেসার মুস্তাফিজুর রহমানই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball