অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক কোন সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি উইকেটকিপার ব্যাটার শামীমা সুলতানাকে। অভিজ্ঞ এই ব্যাটারের বদলি হিসেবে নেয়া হয়েছে ফারজানা হক লিসাকে। শামীমের অনুপস্থিতিতে গত বছরের নারী ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ভালো পারফর্ম করার ফল পেয়েছেন তিনি।
রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে ৬ ইনিংসে ৩৬.২০ গড়ে ১৮১ রান করেন লিসা। এদিকে দলে ফিরেছেন নিশিতা আক্তার। ১৫ বছর বয়সি এই অফ স্পিনার ছিলেন না সবশেষ সাউথ আফ্রিকা সফরে। স্ট্যান্ডবাই হিসেবে লতা মণ্ডলের সঙ্গে রাখা হয়েছে ফারিহা ইসলাম এবং শরীফা খাতুনকে।

২০১৪ সালের পর এবারই প্রথম বাংলাদেশে খেলতে আসছে অস্ট্রেলিয়া নারী দল। যদিও বাংলাদেশের মেয়েদের সঙ্গে এটিই তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। মূলত বছরের শেষ দিকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশে আসছেন অজিরা। যেখানে কন্ডিশন সম্পর্কে ধারণা নেয়াই তাদের মূল চাওয়া।
সবকিছু ঠিক থাকলে ১৭ মার্চ বাংলাদেশে পা রাখার কথা রয়েছে অ্যালিসা হিলির দলের। ২১ মার্চ প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
৫০ ওভারের ক্রিকেট শেষ হওয়ার পর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিগার সুলতানা জ্যোতিরা প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন ৩১ মার্চ। বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ এপ্রিল। এদিকে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯ টায় এবং টি-টোয়েন্টি হবে দুপুুর ১২ টায়।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদ খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম, শরীফা খাতুন ও লতা মন্ডল।