promotional_ad

শেষ ওয়ানডে থেকে বাদ লিটন, ডাক পেলেন জাকের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কানরা। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস।


দুই ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। মূলত সিরিজের শেষ ওয়ানডে স্কোয়াডে থাকা বাকি দুই ওপেনারকে বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। আর শেষদিকে একজন ব্যাটাররের চাহিদার কারণে জাকেরকে দলে নেয়া হয়েছে।


promotional_ad

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। প্রথম টি-টোয়েন্টিতে জাকের ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমন পারফম্যান্সের পর ওয়ানডেতেও ডাক পেলেন তিনি। দল থেকে বাদ পড়ে আজই ঢাকায় ফিরছেন লিটন।


আজই জাকেরের যোগ দেয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের সঙ্গে চট্টগ্রামে। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও পারফরম্যান্সের কারণে একবার বাদ পড়েছিলেন লিটন। লিটনের বাদ পড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সাম্প্রতিক বাজে ফর্মের কারণেই তাকে বাদ দেয়া হয়েছে।


লিপু বলেন, 'নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে লিটন দাসকে আমরা আর স্কোয়াডের সঙ্গে রাখছি না। দলে আগে থেকেই আছেন এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। তারা ওপেনারের ভূমিকাতেই খেলে থাকেন। সৌম্য সরকার আরেকজন ওপেনার আছেন। আমরা সেই জায়গায় নতুন কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি।'


জাকেরকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক আরও বলেছেন, 'আমরা এই বিষয়ে কোচ এবং অধিনায়কের মতামত নিয়েছি আমরা দেখেছি লিটন কুমার দাসের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারের কাউকে সংযোজন করা যায়। যেহেতু মিডল অর্ডারে একটা ফাঁকা জায়গা আছে। তাই আমরা মনে করেছি উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক এই জায়গায় সঠিক হবেন। তিনি সাদা বলে টি-টোয়েন্টিতে খেলেছিলেন। রান করেছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগেও রান করছেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball