promotional_ad

শর্ট বল খেলতে পারেন না শুনেই চটে গেলেন আইয়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

৫ মে ২৫
বল হাতে আলো ছড়িয়েছেন আর্শদীপ সিং

শর্ট লেংথ ডেলিভারিতে পুল কিংবা হুক করতে গিয়ে বেশ কবারই আউট হয়েছেন শ্রেয়াস আইয়ার। এবারের বিশ্বকাপে এমন চিত্র দেখা গেছে। অনেকের ধারণা শর্ট বল খেলতে না পারায় এমন পরিস্থিতির মুখে পড়ছেন তিনি। যদিও এমন কথা শুনে রীতিমতো চটে গেছেন আইয়ার।


এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ভারত। প্রথম দল হিসেবে ইতোমধ্যে সেমিফাইনালেও উঠে গেছে তারা। ভারত ভালো করলেও ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না আইয়ার। বিশ্বকাপের আগে ছন্দে থাকলেও বিশ্বকাপে এসে সেটা ধরে রাখতে পারেননি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা মিলেছে আইয়ারের স্বভাবসুলভ ব্যাটিং।


promotional_ad

খেলেছেন ৫৬ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। এবারের টুর্নামেন্টে সব মিলিয়ে ৬ ইনিংসে ৩৬ গড়ে ২১৬ রান করলেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে বেশিরভাগ ম্যাচে শর্ট বলে পুল, হুক করতে গিয়ে আউট হওয়া নিয়ে। এবারের বিশ্বকাপে একাধিকবার শর্ট বলে খেলতে গিয়ে আউট হয়েছেন আইয়ার।


আরো পড়ুন

বুমরাহকে অধিনায়কত্ব দিতে না করছেন শাস্ত্রী

১৩ ঘন্টা আগে
ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট বোল্টের শর্ট বল খেলতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। একই কাজ করেন ইংল্যান্ডের বিপক্ষেও। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে আইয়ারের কাছে জানতে চাওয়া হয় তিনি শর্ট বল খেলতে গিয়ে সমস্যায় পড়েন কিনা।


এমন প্রশ্নের জবাবে আইয়ার বলেন, ‘আপনি বললেন যে এটা (শর্ট বল) আমাকে সমস্যায় ফেলেছে। আপনি কি দেখেছেন যে আমি (আজ) কতগুলো পুল শট খেলেছি? সেগুলো থেকে (পুল শট) কত রান করেছি? বিশেষ করে যেগুলো চার হয়েছিল। আপনি যদি বল খেলতে যান, তাহলে আপনি যেকোনও ভাবেই আউট হতে পারেন। এটা (আউট) হতে বাধ্য। সেটা শর্ট বল হোক বা ওভারপিচ হোক।’


শ্রীলঙ্কার বোলার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন আইয়ার। তবে পরের ম্যাচেই তাকে সামাল দিতে হবে সাউথ আফ্রিকার কাগিসো রাবাদা, মার্কো জেনসেন, জেরাল্ড কোয়েতজিদের। ফলে সংবাদ সম্মেলনে আইয়ারকে প্রোটিয়াদের বিপক্ষে শর্ট বলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হয়। আইয়ার মনে করেন শর্ট বলে তার খেলতে না পারার ব্যাপারটি মিডিয়ার তৈরি করা। তার মতে শর্ট বলে তার আউট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball