৭ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ

ছবি: ফাইল ছবি

প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করতে বাধ্য হয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করে হলেও আইপিএলের বাকি অংশ শেষ করতে মরিয়া ছিল তারা। যদিও দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মতি দেয়ায় কিছুদিন পরই মাঠে গড়ায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি। ওই সময় গুঞ্জন উঠলেও এশিয়া কাপ আয়োজন নিয়ে খুব বেশি জল্পনা-কল্পনা নেই।
বাংলাদেশে আসতে দিল্লির সবুজ সংকেত পাচ্ছে না ভারত
১৮ ঘন্টা আগে
ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন তথ্যই প্রকাশ করে যাচ্ছে। এ ছাড়া গত কিছুদিন ধরেই এশিয়া কাপের প্রমো প্রচার করা যাচ্ছে আট বছরের জন্য এশিয়া কাপের স্বত্ব কেনা সনি নেটওয়ার্ক। ধারণা করা হচ্ছে, বিসিসিআইয়ের সবুজ সংকেত পাওয়ার পরই এশিয়া কাপের প্রচারনা শুরু করেছে সম্প্রচারক প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময় বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১০ সেপ্টেম্বর শুরু হতে পারে টুর্নামেন্টটি।

টাইমস অব ইন্ডিয়া অবশ্য নতুন প্রতিবেদন জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপের এবারের। ১৭ দিনের টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর। চলতি বছর নতুন করে যুদ্ধ জড়ানোয় আগামী আসরে দুই দলের খেলায় আরও বেশি উত্তেজনা থাকবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে পারেন শাদাব
১৭ ঘন্টা আগে
দুই দেশের চুক্তি অনুযায়ী, এশিয়া কাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। আয়োজক ভারতের সঙ্গে সহ-আয়োজক হিসেবে দেখা যেতে পারে সংযুক্ত আরব আমিরাতকে। ব্যবসায়িক দিক চিন্তা করে অন্তত দুইবার ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি করতে চায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও সম্প্রচারক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত অবশ্য সূচি প্রকাশ করেনি বিসিসিআই।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সূচি প্রকাশ করতে বিসিসিআইকে চিঠি দিয়েছে এসিসি। দ্রুত সূচি প্রকাশ না করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। এদিকে ভারত ও পাকিস্তান ছাড়াও এশিয়া কাপে খেলতে দেখা যাবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে এবারের আসর হচ্ছে ২০ ওভারের সংস্করণে।