promotional_ad

‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ শব্দ পছন্দ নয় বাটলারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস

১৫ মে ২৫
জস বাটলার (বামে) ও কুশল মেন্ডিস (ডানে), ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হারের পর জস বাটলারের কাছে জানতে চাওয়া হয়েছিল শিরোপা ধরে রাখতে তারা কতটা ভালো অবস্থানে আছে। এমন প্রশ্নের জবাবে সেদিন ইংল্যান্ডের অধিনায়ক জানিয়েছিলেন, তারা শিরোপা ধরে রাখতে যাচ্ছেন না। বরং অন্যান্য দলের মতো তাদেরও লক্ষ্য বিশ্বকাপ জয়।


বিশ্বকাপ শুরুর আগে আবারও ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ ট্যাগ নিয়ে প্রশ্নের মুখে পড়েন বাটলার। আইসিসির ক্যাপ্টেনস ডেতে অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার জানিয়েছেন, তার নাকি এমন শব্দ পছন্দই না। এমনকি নিজেদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেও দেখেন না। বরং এটিকে অতীত হিসেবে দেখছেন তিনি।


promotional_ad

বাটলার বলেন, ‘আমরা কোন কিছু পুনরুদ্ধার করছি না। খুব সম্ভবত এটা এমন একটি শব্দ যা আমি পছন্দ করি না। আমি চাই যে আমরা আক্রমণ করি। সুতরাং আমি ডিফেন্ডিং শব্দটা পছন্দ করি না। আপনি যখন এমন অবস্থায় থাকবেন তখন এটা হয়ত নির্দিষ্ট দলের জন্য অনুপ্রেরণা। কিন্তু আমাদের জন্য এটা অপ্রাসঙ্গিক।’


আরো পড়ুন

আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড

৪ ঘন্টা আগে
আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড, ফাইল ফটো

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকে বদলে যেতে থাকে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট। ফলস্বরূপ ২০১৯ সালের ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে তারা। সেখান থেকে ক্রমশই নিজেদের উন্নতি করেছেন বাটলাররা।


এবারের বিশ্বকাপের সেরা চারে খেলবেন কোন কোন দেশ? এমন প্রশ্নে কেউই সেরা চার দল ভাবতে পারছেন না ইংল্যান্ডকে ছাড়া। অনেকে তো ইংল্যান্ডকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন। ভারত থেকে ট্রফি নিয়ে যেতে স্বপ্নবাজ বাটলাররাও, জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক নিজেই।


বাটলার বলেন, ‘আমাদের মাঝে সেই ক্ষুধা আছে। আমরা যা করেছি তা নিয়ে যদি সন্তুষ্ট থাকতাম তাহলে আমরা এখানে থাকতাম না। আপনি সবসময় নতুন চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত থাকবেন। আমরা সবাই স্বপ্নবাজ। আমরা এমন একটি দল আমাদের কাছে সবসময় প্রত্যাশা থাকে। আমাদের দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় আছে। এটা আমাদের বড় সুযোগ করে দিচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball