জাতীয় দলে ফেরাই একমাত্র লক্ষ্য নয়: ভুবনেশ্বর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডকে পেস আগুনে পুড়িয়ে এজবাস্টনে ভারতের ইতিহাস
৮ ঘন্টা আগে
এক সময় ভারতের তিন ফরম্যাটের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন ভুবনেশ্বর কুমার। যদিও সময়ের পরিক্রমায় জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। তার জায়গা নিয়ে নিয়েছেন তরুণ মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা। চলমান এশিয়া কাপ ও আসন্ন বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার।
যদিও জাতীয় দলে ফেরাই তার একমাত্র উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন ভুবনেশ্বর। যতদিন খেলে যাবেন ক্রিকেট উপভোগ করে যেতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে এমনটাই বলেছেন ভারতের অভিজ্ঞ এই ডানহাতি পেসার।

তিনি বলেন, 'আপনি যখন এমন এক পর্যায়ে থাকবেন যখন আপনি জানেন যে আপনি আর মাত্র কয়েক বছর খেলবেন। একজন পেস বোলার হিসেবে এটি আপনাকে আঘাত করবে এবং আপনি ক্রিকেট উপভোগ করতে চাইবেন। আমি এখন সেই পর্যায়ে আছি।'
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভুবনেশ্বর। ১৪ ম্যাচে তিনি ৮.৩৩ ইকোনোমিতে শিকার করেছিলেন ১৬ উইকেট। এরপরও ভারতীয় দলে জায়গা হয়নি এই পেসারের। ভুবনেশ্বর মনে করেন এখনও ফেরার সুযোগ আছে তার সামনে।
কিন্তু সেটাকেই একমাত্র লক্ষ্য করতে নারাজ এই ভারতীয় পেসার। তার ভাষ্য, 'আমি শুধু ফিরে আসার জন্য খেলছি না। আমি খেলছি ভালো ক্রিকেট খেলার জন্য যেটা দরকার সেটার জন্য। এখানে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু এটাতে আমার মনোযোগ নেই।'
ভুবনেশ্বর ভারতের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে টি-টোয়েন্টিতে। ওয়ানডে খেলেছেন তারও আগে সাউথ আফ্রিকার বিপক্ষে পার্লে গত বছরের জানুয়ারিতে। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা যেকোনো ক্রিকেটারের জন্য বেশ চ্যালেঞ্জিং। অবশ্য ভুবনেশ্বরের উদ্দেশ্য এখন ভালো ক্রিকেট খেলা।
ভালো ক্রিকেট খেলার জন্য যা যা দরকার সবই করবেন ভুবনেশ্বর। সেই লক্ষ্যের কথা জানিয়ে এই পেসার বলেন, 'যেই ফরম্যাট বা লিগেই খেলি না কেন আমি শুধু অবদান রাখতে চাই। জিনিসগুলো ঠিকঠাক হলে আমি ফিরে আসতে পারি কিন্তু এটাই আমার একমাত্র উদ্দেশ্য নয়।'