promotional_ad

বদলে যেতে পারে এশিয়া কাপের ভেন্যু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

৩ জুলাই ২৫
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

শ্রীলঙ্কায় সাধারণত অক্টোবর মাসে বর্ষাকাল শুরু হলেও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার আগস্ট- সেপ্টেম্বরে এই মৌসুম শুরু হয়েছে। এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া কাপ। ইতোমধ্যেই ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। জানা গেছে, বৃষ্টির কথা মাথায় রেখে এশিয়া কাপে ভেন্যু পরিবর্তনের চিন্তাভাবনা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।


মূলত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত–পাকিস্তান ম্যাচটি বাতিল হতেই টনক নড়ে এসিসির। এর আগে শ্রীলঙ্কার আবহাওয়ার খবরটি জানলেও রীতিমতো বাধ্য হয়েই তাদের আয়োজক করতে বাধ্য হয় এসিসি।


promotional_ad

সূচি অনুযায়ী এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৯টি হওয়ার কথা শ্রীলঙ্কায়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটি সহ ৬টি ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসে ছেলেদের পাঁচটি টি-টোয়েন্টি এবং চারটি ওয়ানডে ম্যাচ হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ বৃষ্টি-বাধায় পড়েছে। যদিও ফলাফল এসেছে সব ম্যাচের।


আরো পড়ুন

‘মুস্তাফিজ আইপিএলে খেলে, তার অভিজ্ঞতা অনেক’

১৬ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

তবে এবারের সেপ্টেম্বর শ্রীলঙ্কার জন্য অনেকটাই আলাদা। কলম্বোয় গত কয়েক দিনে এতটাই ভারি বর্ষণ হয়েছে যে, শহরের উত্তর অংশে রীতিমতো বন্যা হয়েছে। প্রেমাদাসা স্টেডিয়ামটিও কলম্বোর উত্তরে অবস্থিত।


এদিকে অশনি সংকেত দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাসও। সেখান থেকে জানা গেছে, কলম্বোয় আরও দুই সপ্তাহ একটানা বৃষ্টি হবে। আর এমনটা হলে ফাইনাল তো দূরের কথা, সুপার ফোরের ম্যাচগুলোও পণ্ড হয়ে যাবে।


একইসঙ্গে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়বে এসিসি ও প্রধান সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস। এ কারণে ভেন্যু বদলানোর ব্যাপারে দুই পক্ষই আলোচনায় বসেছে। এমনকি দুই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ডও এতে সম্মতি জানিয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball