আমাকেও এভাবে আউট করতে চেয়েছিল: হেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফাইনালে হারের ক্ষত ভুলে সামনে এগোতে চান হেড

২৩ জুন ২৫
অনুশীলনে ট্রাভিস হেড

লর্ডস টেস্টে জনি বেয়ারস্টোর আউট এখন ক্রিকেট বিশ্বের টক অব দ্য টাউন। শেষদিনে ক্যামেরন গ্রিনের বাউন্সার ডাক করে ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন বেয়ারস্টো। তিনি মনে করেছিলেন বল ডেড হয়ে গেছে। সেটা ভেবেই ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন।


এমন আউটের পর বিস্মিত হয়েছিলেন বেয়ারস্টো নিজেও। অনেকেই মনে করেন এমন আউট ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। তবে অজি ব্যাটার ট্রাভিস হেড অভিযোগ করেছেন তাকেও একই কায়দায় আউট করতে চেয়েছিলেন বেয়ারস্টো। তবে তিনি সে যাত্রায় বুদ্ধিমত্তার কারণে বেঁচে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ব্যাপারে কথা বলেছেন হেড।


promotional_ad

তিনি বলেন, 'আমি জনিকে মনে করিয়ে দিয়েছি গত সপ্তাহে এজবাস্টনে আমি যখন ওভার শেষে হেঁটে আসছিলাম তখন আমার ব্যাটের পাশ দিয়ে দ্রুত গতিতে বল চলে গেল। আমি জনিকে প্রশ্ন করেছিলাম, 'তুমি কী স্টাম্পগুলো চাও?' এবং সে বলেছিল হ্যাঁ, আমি অবশ্যই চাই এবং দৌড়ে চলে গেল।'


হেড মনে করেন ইংল্যান্ড যদি একই পরিস্থিতিতে থাকত তাহলে তারা ভিন্নভাবে প্রশ্ন করত। বেয়ারস্টোর জন্য এটা নতুন কিছু নয়। এমনকি বেয়ারস্টো নিজে মার্নাস ল্যাবুশেনকেও একই কায়দায় আউট করতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন হেড।


অজি এই উইকেটরক্ষক বলেন, 'আমি তাকে মনে করিয়ে দিয়েছিলাম গত সপ্তাহের কথা যে তুমি কি একই কাজ করবে? তার মনে আছে বা নেই জানি না। কিন্তু দুই দিন আগে সে মার্নাসের স্টাম্পেও বল থ্রো করেছিল।'


বেয়াস্টোর আউটের পর থার্ড আম্পায়ার বেশ কিছুক্ষণ পর্যালোচনা করেই আউট দিয়েছিলেন। এই আউট ক্রিকেটীয় আইনসিদ্ধ। ফলে এই আউট নিয়ে প্রশ্ন  ওঠার কোনো কারণ নেই বলে মনে করেন হেড। তার বিশ্বাস ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এই আউট যুক্তিযুক্ত ছিল।


এ প্রসঙ্গে হেড বলেন, 'এই মুহূর্তে ঝাঁঝালো মুহূর্তের কারণে ব্যাপারগুলো বেরিয়ে আসছে এবং জিনিসগুলো নিয়ে কথা হবে। আমি জানি তারা এই পরিস্থিতিতে থাকলে ভিন্নভাবে প্রশ্ন করত। ঘটনার ঘণ্টা দুয়েক পর এটা নিয়ে কথা বলা সেই মুহূর্তের চেয়ে ভিন্ন কিছু। আমরা কখনই জানব না (সেই পরিস্থিতি), আমরা ঘুরে দাঁড়াবো এবং দিন শেষে আইনের মাধ্যমে এটি বেরিয়ে এসেছে। এটা তাদের মতামত এবং আমাদেরও মতামত আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball