আবারও স্মিথের উইকেট চান টাং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট অভিষেক হওয়ার আগেই ইংলিশ কাউন্টিতে স্টিভ স্মিথের উইকেট নিয়ে আলোড়ন তুলেছিলেন জস টাং। এবার অ্যাশেজের বিশাল মঞ্চেও টেস্ট বিশেষজ্ঞ এই ব্যাটারের উইকেট চান এই পেসার।


কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন টাং। এর মধ্যে স্মিথের উইকেট নিয়ে ইংলিশ মিডিয়ার শিরোনামে পরিণত হয়েছিলেন তিনি। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচটি ছিল মে মাসের শুরুর দিকে। ভেতরে ঢোকা একটি ডেলিভারিতে টাং লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন স্মিথকে।


promotional_ad

সাসেক্সের হয়ে খেলতে নামা স্মিথ অবশ্য আম্পায়ারের সেই সিদ্ধান্তে খুশি ছিলেন না। তখনই ড্রেসিং রুমে ফিরতে ফিরতে মাথা নেড়ে হতাশা প্রকাশ করেন তিনি। অ্যাশেজের আসন্ন লর্ডস টেস্টে ডাক পেয়েছেন কিছুদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া এই পেসার।


আর এই ম্যাচেই স্মিথকে ফেরানোর আশা করেছেন টাং, 'স্টিভ স্মিথকে আবার আউট করতে পারলে দারুণ হবে। প্রথমবার তাকে ফেরাতে পেরে খুব ভালো লেগেছিল। দ্বিতীয়বারও তা করতে পারলে দলের জন্যও তা খুব ভালো হবে। আশা করি, এবারও তা হবে।'


কিছুদিন আগে লর্ডসেই টেস্ট অভিষেক হয় টাংয়ের। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ৫ জনকে প্যাভিলিয়নে ফেরান স্মিথ। লর্ডসের সবুজ উইকেটে স্পিন অলরাউন্ডার মঈন আলীকে বাইরে রেখে চার পেসার নিয়ে দল সাজিয়েছে ইংল্যান্ড।


টাং আরও বলেন, 'আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টেও উইকেট বেশ গতিময় ছিল। এবার আরও গতি থাকলে তো আরও ভালো। এই মুহূর্তে উইকেটে সবুজের ছোঁয়া আছে, যা আমাদের সব পেসারকেই সহায়তা করবে। সঙ্গে যদি বাতাসে একটু মুভমেন্ট মেলে, তাহলে আমাদের বোলিং আক্রমণ এটির ফায়দা নিতে পারবে এবং কন্ডিশনকে কাজে লাগাতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball