লর্ডস টেস্টে নেই মঈন, একাদশে বাড়তি পেসার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন

২৭ মার্চ ২৫
রাজস্থানের বিপক্ষে দুই উইকেট নেন মঈন আলী, ফাইল ফটো

জ্যাক লিচের চোটের কারণে অবসর ভেঙে ফিরে এজবাস্টন টেস্টে খেলেছিলেন মঈন আলী। তবে ব্যাটে-বলে আলো ছড়াতে পারেননি তিনি। দুই ইনিংস মিলে বল হাতে নিতে পেরেছিলেন মোটে তিন উইকেট। যদিও বেশ খরুচে ছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাট হাতে দুই ইনিংস মিলে করেছিলেন ৩৭ রান।


এমন পারফরম্যান্সের পাশাপাশি এজবাস্টনে মঈনের সঙ্গী হয়েছিল আঙুলের চোট। তবুও ইংলিশ এই ক্রিকেটারের প্রশংসা করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। সেই সঙ্গে কদিন আগে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ নিশ্চিত করেছিলেন ফিট থাকলে লর্ডসেও খেলবেন মঈন।


promotional_ad

২৮ জুন হতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের আগে লর্ডসে অনুশীলন করেছেন তিনি। তবে পুরোপুরি সেরে উঠতে না পারায় লর্ডস টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডের একাদশে রাখা হয়নি তাকে। মঈনের জায়গা একাদশে সুযোগ পেয়েছেন জশ টাং।


আরো পড়ুন

ইংল্যান্ডের টেস্ট দলে চমক কুক-কক্স, ফিরলেন টাংও

২ মে ২৫
উইকেট পাওয়ার পর স্যাম কুকের উদযাপন, ইসিবি

চলতি মাসের শুরু আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছিল ডানহাতি এই পেসারের। প্রথম ইনিংসে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে আলো ছড়ান তিনি। লর্ডসে আইরিশদের বিপক্ষে ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন টাং। এদিকে লর্ডসের উইকেটে দেখা গেছে ঘাসের আধিক্যতা। 


টাংয়ের সঙ্গে পেস আক্রমণে থাকছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন এবং অধিনায়ক বেন স্টোকস। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কেউ না থাকলেও দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন জো রুট। উইকেটকিপার হিসেবে জনি বেয়ারস্টোর উপরই আস্থা রাখছে ইংল্যান্ড।


লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জশ টাং, ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball