বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রেসওয়েল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল
২৭ মার্চ ২৫
ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলের। পায়ের পেছন দিকে একিলিস টেন্ডনে চোটের কারণে প্রায় ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় এই চোট পান ব্রেসওয়েল। আসন্ন অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এতো বড় আসরের আগে ব্রেসওয়েলকে হারানো নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পক্ষ থেকে বুধবার (১৪ জুন) জানানো হয়েছে, বৃহষ্পতিবার ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন ব্রেসওয়েল। এরপরই শুরু হবে তার পুর্নবাসন প্রক্রিয়া। ব্রেসওয়েলের চোটে স্বস্তিতে নেই কিউই কোচ গ্যারি স্টেডও।
তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের
১৪ জুলাই ২৫
তিনি বলেন, ‘চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবে না, কোনো খেলোয়াড় এমন পরিস্থিতির সন্মুখীন হলে তার জন্য খারাপ লাগবেই। তিন সংস্করণেই আমরা তার দক্ষতা দেখেছি এবং ভারতে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল।’
এর আগে কেন উইলিয়ামসও হাঁটুতে চোট পান। আইপিএলে সর্বশেষ মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই ফিল্ডিং করার সময় ডান হাঁটুর লিগামেন্টে মারাত্মক চোট পান উইলিয়ামসন।
এর কয়েকদিন পর জানা যায়, বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন উইলিয়ামসন। এরপর জানা গেছে মেন্টর হিসেবে নাকি দলের সঙ্গে ভারতে যেতে পারেন উইলিয়ামসন।
স্টেড আরও বলেন, ‘কেইন লড়াই করছে, মাঠে ফিরতে যা যা করা দরকার করছে। তবে তার না থাকার সম্ভাবনাই বেশি। আর এখন ব্রেস (ব্রেসওয়েল) চোট পাওয়ায় দুটো বড় আঘাত পেলাম আমরা।’