গিল-পীযূষ-রাহানেদের হারিয়ে কোনো আফসোসই নেই কলকাতার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল
১৫ জুলাই ২৫
২০২২ সালের আইপিএলে শুভমান গিল, পীযূষ চাওলা এবং আজিঙ্কা রাহানের মতো ক্রিকেটারদের মেগা নিলামে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ক্রিকেটারদের প্রত্যেকেই এবার ভিন্ন ভিন্ন দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন। যদিও এদের হারানোর কোনো আফসোস নেই কলকাতার।
এবারের আসরে নিজেদের যখন কলকাতা হারিয়ে খুঁজছে, তখনই অসাধারণ সব পারফরম্যান্স করছেন গিল-পীযূষ-রাহানেরা। ৮ ইনিংসে ৪১.৬২ গড়ে ও ১৪২.৩০ স্ট্রাইক রেটে ৩৩৩ রান করেছেন গুজরাট টাইটান্সের হয়ে খেলা গিল। গত আসরেও দলটিকে চ্যাম্পিয়ন বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

এ ছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রাহানে ছয় ইনিংসে ৪৪.৮০ গড়ে ও ১৮৯.৮৩ স্ট্রাইক রেটে ২২৪ রান করেছেন রাহানে। ৮ ম্যাচে ৭.২৯ ইকোনমি রেটে ১৩ উইকেট নিয়েছেন বর্তমানে মুম্বাইতে খেলা পীযূষ।
সবমিলিয়ে ভালোই সময় যাচ্ছে কলকাতার সাবেক ক্রিকে???ারদের। এদের হারানোর আফসোস নেই কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মিশোরের। যদিও তাদের পারফরম্যান্সে খুশি তিনি।
ভেঙ্কি বলেন, 'এটা দেখতে আসলেই ভালো লাগে যখন আমাদেরই কয়েকজন ক্রিকেটার অন্যান্য দলে গিয়ে ভালো খেলে। শুভমান গিলের উদাহরণ দেয়া যায়, আইপিএল এবং বিসিসিআই যে নিয়ম করেছিল...২০২২ সালের নিলামে আমরা মাত্র চারজন ক্রিকেটার ধরে রাখতে পেরেছিলাম। এটা নিয়ে সবসময় বিতর্ক ছিল। ৮-৯ জন ক্রিকেটার ছিল, যাদের আমরা রাখতে চেয়েছিলাম। এর মধ্যে থেকে আমাদের ৪ জনকে বেছে নিতে হতো।'
'আমাদের কখনোই কোনো অনুশোচনা ছিল না (এতো খেলোয়াড়দের হারিয়ে)। তখন আমাদের কাছে যেসব তথ্য ছিল, ওগুলোর ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যে কাউকে হারানো অবশ্যই কঠিন ব্যাপার।'
২০২২ সালের আইপিএলে অন্যান্য দলগুলোর মতো চারজন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ ছিল কলকাতার সামনে। দলটি আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেস আইয়ার এবং বরুন চক্রবর্তীকে রিটেইন করে।