ঈদের পর বাংলাদেশে আসছে পাকিস্তানের যুবারা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

১ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঈদের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যেখানে বাংলাদেশের বিপক্ষে একটি চার দিনের, পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাদ বাগের দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের যুবারা। এরপর সেখান থেকে চট্টগ্রামে যাবে তারা। তিনদিনের অনুশীলন শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র চারদিনের ম্যাচটি খেলতে নামবে এই দুই দল।


promotional_ad

চট্টগ্রামেই হবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ। ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এরপর চট্টগ্রাম থেকে রাজশাহী যাবে বাংলাদেশ ও পাকিস্তানের যুবারা। সেখানেই হবে বাকি তিনটি একদিনের ম্যাচ ও একমাত্র টি-টোয়েন্টি।


আরো পড়ুন

‘স্মার্ট ক্রিকেট’ খেললে পাকিস্তান সিরিজও জিতবে বাংলাদেশ, প্রত্যাশা লিটনের

৭ ঘন্টা আগে
লিটন দাস (বামে) ও সালমান আঘা (ডানে), ফাইল ফটো

রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ হবে ১১ মে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মে। আর সিরিজের একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ মে। এরপর বাংলাদেশ ছাড়বে পাকিস্তানের যুবারা।


এদিকে বিসিবি দল ঘোষণা না করলেও বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে পাকিস্তানের যুবাদের নেতৃত্ব দেবেন সাদ। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে আগের সিরিজে খেলা বেশ কয়েকজনকে রাখা হয়েছে বাংলাদেশ সফরে।


বাংলাদেশ ও পাকিস্তানের যুবাদের পূর্ণাঙ্গ সূচি:


ম্যাচ তারিখ ভেন্যু
একমাত্র চারদিনের ম্যাচ ৩০ এপ্রিল চট্টগ্রাম
প্রথম একদিনের ম্যাচ ৬ মে চট্টগ্রাম
দ্বিতীয় একদিনের ম্যাচ ৮ মে চট্টগ্রাম
তৃতীয় একদিনের ম্যাচ ১১ মে রাজশাহী
চতুর্থ একদিনের ম্যাচ  ১৩ মে রাজশাহী
পঞ্চম একদিনের ম্যাচ ১৫ মে রাজশাহী
একমাত্র টি-টোয়েন্টি ১৭ মে রাজশাহী

 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball