টেস্ট র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন সাকিব-মুশফিক-তাইজুল

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব

৭ ঘন্টা আগে
ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান, ফেসবুক।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে অসাধারণ খেলেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন তিনি। এমন পারফরম্যান্সের পর আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। এই টেস্টে দারুণ বোলিং করায় বোলারদের মধ্যে অগ্রগতি হয় সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের।


কয়েকদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলে বাংলাদেশ। যেখানে স্বাগতিকরা জয় পায় সাত উইকেটে। এই টেস্টের বাংলাদেশের প্রথম ইনিংসে ১২৬ রান করেন মুশফিক। এরপর রান তাড়ায় করেন অপরাজিত ৫১ রান।


promotional_ad

এমন পারফরম্যান্সে ব্যাটারদের মধ্যে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ১৭ নম্বরে। এই র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছেন লিটন দাস। জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে পঞ্চদশ স্থানে আছেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার।


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১৪ জুলাই ২৫
বিসিবি

এই ম্যাচে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন সাকিবও। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আউট হয়ে গিয়েছিলেন তিনি। ৮৭ রানের ইনিংস খেলার পর সাকিবের উন্নতি হয় এক ধাপ। তার বর্তমান অবস্থান ৩৮তম স্থানে। যদিও তিন ধাপ পিছিয়ে বেন ডাকেটের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে আছেন তামিম ইকবাল। দুই ইনিংসে তার রান ছিল ২১ এবং ৩১।


মিরপুরে খেলা একমাত্র এই টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন তাইজুল। দ্বিতীয়ভাগে আরও চার উইকেট নেন তিনি। র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন তিন ধাপ। তার অবস্থান ২০ নম্বরে। বর্তমানে বাংলাদেশের সেরা অবস্থান এটি।


একই ম্যাচে দুটি করে উইকেট নেন সাকিব এবং মিরাজ। সাকিব তিন ধাপ এগিয়ে গেলেও চার ধাপ পিছিয়ে গেছেন মিরাজ। দুইজনেই যৌথভাবে সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন ২৬ নম্বরে।


এদিকে এই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইবাদত হোসেন। ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়ে এই পেসার এগিয়ে গেছেন ১৫ ধাপ। তার বর্তমান অবস্থান ৬৭তম স্থানে। এছাড়া দুই ধাপ এগিয়ে ৯০ নম্বরে গেছেন শরিফুল ইসলামও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball