২০০ রান করতেও ঘাম ঝড়লো সোহানদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

৯ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

পারভেজ রসূল ও মৃত্যুঞ্জয় চৌধুরিদের দুর্দান্ত বোলিংয়ে রূপগঞ্জ টাইগার্সকে মাত্র ১৯৯ রানে আটকে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেই লক্ষ্য তাড়া করতেও ৮ উইকেট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। নুরুল হাসান সোহানের ৪৯ ও তৌহিদ হৃদয়ের ৪৩ রানের সুবাদে ২ উইকেটের জয় পায় তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে সোহানের দল।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর গ্রাউন্ডে জয়ের জন্য ২০০ রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেননি শেখ জামাল। ইনিংসের তৃতীয় ওভারে নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৈকত আলী। ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৫ রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি ফজলে রাব্বিও।


promotional_ad

থিতু হওয়ার আগেই বাঁহাতি এই ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান নাসুম। বাঁহাতি এই স্পিনারের বলে শর্ট মিড উইকেটে থাকা সালমান হোসেন ইমনের হাতে ক্যাচ দেন ৪ রান করা ফজলে রাব্বি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আরও এক উইকেট হারায় শেখ জামাল।


সানজামুল ইসলামের বলে ডিপ এক্সট্রা কভারে থাকা হাসান মাহমুদকে ক্যাচ দেন দারুণ ব্যাটিং করা সাইফ হাসান। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৩৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে। তাতে পাওয়ার প্লে শেষে শেখ জামালের সংগ্রহ তিন উইকেটে ৬০ রান। দারুণ ব্যাটিং করতে থাকা তাইবুর রহমানকে হাফ সেঞ্চুরি করতে দেননি হাসান।


ডানহাতি এই পেসারের বলে বোল্ড হন ৩৭ বলে ৩১ রান করা তাইবুর। এরপর দারুণ এক জুটি গড়েন হৃদয় ও সোহান। হাফ সেঞ্চুরির খুব কাছে গেলেও সেটা করতে পারেননি হৃদয়। ৪৩ রান করা তরুণ এই ব্যাটারকে নাঈম ইসলামের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান আলাউদ্দিন বাবু। একই ওভারে আউট হয়েছেন রসূল। ১ রান করে আলাউদ্দিনের বলে হয়েছেন বোল্ড।


দারুণ ব্যাটিং করলেও এদিন পঞ্চাশ ছোঁয়া হয়নি সোহানের। শেখ জামালের অধিনায়ককে বোল্ড করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। আউট হওয়ার আগে সোহানের ব্যাট থেকে এসেছে ৫৭ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সোহান আউট হলেও মৃত্যুঞ্জয় ও আরিফ আহমেদ মিলে তাদের জয় নিশ্চিত করে।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯৯ রানে অল আউট হয় রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন সালমান হোসেন। এ ছাড়া সানজামুল ৪৪ এবং ইমরানুজ্জামান করেছেন ৩৫ রান। শেখ জামালের হয়ে রসূূল চারটি ও মৃত্যুঞ্জয় তিনটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball