১৮০-১৯০ রানের ম্যাচে অ্যাঙ্কর রোল গ্রহণযোগ্য নয়: হার্শা ভোগলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ
১৪ জুলাই ২৫
সীমিত ওভারের ক্রিকেটে প্রায়ই দেখা যায় একজন ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকলে তার অন্য সঙ্গ কিছুটা ধীরে গতিতে ব্যাটিং করেন। অনেকে এটাকে অ্যাঙ্কর রোলও বলে থাকেন। বিশেষ করে লোকেশ রাহুল, বিরাট কোহলি ও বাবর আজমদের এই রোলে দেখা যায়।
তাদের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে টি-টোয়েন্টিতে তারা যেকোনো দলের ওপরই চড়াও হয়ে খেলতে পারেন। অবশ্য অনেক সময় তাদের ধীর গতির ব্যাটিং দর্শকদের বিরক্তিরও কারণ হয়ে দাঁড়ায়।

ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন ১৫০-১৬০ রানের মধ্যে অ্যাঙ্কর রোল বিবেচনায় রাখা গেলেও ১৮০-১৯০ রানের ম্যাচে অ্যাঙ্কর রোল গ্রহণযোগ্য নয়। এসব ম্যাচে প্রত্যেককেই দ্রুত গতিতে খেলা উচিত।
‘শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত’, উচ্ছ্বসিত প্রশংসা হার্শার
৭ জুলাই ২৫
নিজের টুইটার হ্যান্ডেলে হার্শা বলেছেন, 'আমরা গত ২-৩ বছর ধরেই এটা নিয়ে কথা বলছি, লোকেশ রাহুল, বাবর আজম, এমনকি বিরাট কোহলি-জস বাটলারকে নিয়েও। আমার দিক থেকে ১৫০-১৬০ রানের ম্যাচে আপনি এই (অ্যাঙ্কর) রোল বিবেচনায় নিতে পারেন, কিন্তু ১৮০-১৯০ রানের ম্যাচে এতা গ্রহণযোগ্য নয়।'
গত মাসেও ক্রিকেটারদের অ্যাঙ্কর রোল নিয়ে সমালোচনা করেছিলেন হার্শা। সে সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে লক্ষ্যবস্তু বানিয়েছিলেন তিনি। সে সময় বাবরকে ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা একজন সঙ্গী খোঁজার পরামর্শ দিয়েছিলেন তিনি।
হার্শা বলেছিলেন, 'ইনিংস গড়তে বাবর বেশ সময় নেন এবং তার এমন একজন সঙ্গী প্রয়োজন যে ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করবে। কারণ পাওয়ার প্লে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাকে এটার সম্পূর্ণ সুবিধা নিতে হবে।'
তিনি আরও বলেছিলেন, 'এ কারণে টি-টোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইক রেট অনেক গুরুত্বপূর্ণ এবং পিএসএলের পর এমন অনেক খেলোয়াড় বেরিয়ে এসেছে যারা টপ অর্ডারে বাবরের সঙ্গে ভালো জুটি গড়তে পারবে।'