লাথাম-কনওয়ের ব্যাটে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেনরির ৯ উইকেট, ইনিংস হার এড়ানো জিম্বাবুয়েকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের জয়
৪ ঘন্টা আগে
প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করলেও দ্বিতীয় দিনের সকালটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। আগের দিন দেড়শো রানের মাইলফলক স্পর্শ করা বাবর আজম এদিন কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন। এরপর আগা সালমান এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত সালমানের সেঞ্চুরিতে ৪৩৮ রানে অলআউট হয় পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
আগের দিনের ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল পাকিস্তান। এদিন সকালে কিছুটা ভেজা উইকেটে বাড়তি সুবিধা আদায় করে নিয়েছেন কিউই পেসাররা। শুরুতেই বাবরকে সাজঘরে ফেরান টিম সাউদি।

পাকিস্তান অধিনায়ক আগের দিনের রানের সঙ্গে এদিন আর কোনো রান যোগ করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ১৬১ রান। বড় সেঞ্চুরিতে দলকে বড় রানের ভীত গড়ে দিয়েছিলেন তিনি।
আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ
৯ ঘন্টা আগে
এরপর নোমান আলি লম্বা সময় উইকেটে থেকে আগা সালমানকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন। সাজঘরে ফেরার আগে ৭৫ বলে তার ব্যাট থেকে এসেছে ৭ রান। এরপর আর কেউই সালমানকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।
এক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে দাঁড়িয়েও দুর্দান্ত ব্যাটিং করেছেন সালমান। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তার ১৫৫ বলে ১০৩ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৩০ ওভার ৫ বলে ৪৩৮ রান তোলে অলআউট হয় পাকিস্তান।
এরপর ব্যাটিং করতে নেমে স্বপ্নের মতো শুরু করেছে নিউজিল্যান্ড। দুই কিউই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়ের ব্যাটে বিনা উইকেটে ১৬৫ রান তোলে দিনের খেলা শেষ করেছে। লাথাম অপরাজিত আছেন ৭৮ রানে, আর কনওয়ে উইকেটে আছেন ৮২ রান করে।