আমরা একটুও লড়াই করতে পারিনি: ব্র্যাথওয়েট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, ক্যারিবীয়দের টি-টোয়েন্টির নেতৃত্বে হোপ
১ এপ্রিল ২৫
অ্যাডিলেড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এমন হারে খুবই হতাশ ক্রেইগ ব্র্যাথওয়েট। লড়াই করতে না পারার কথা অকপটে স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।
প্রথম ইনিংসে মারনাস ল্যাবুশেন ও ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২১৪ রানে। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৯৯ রান তুলে আবারও ইনিংস ঘোষণা করে অজিরা।

ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৯৭ রানের। এই রান তাড়া করতে গিয়ে মাত্র ৭৭ রানেই অলআউট হয় ক্যারিবিয়ানরা। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার বোলাররা খাবি খাইয়ে ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের।
পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি-বাবর
১১ মিনিট আগে
ম্যাচ শেষে ব্র্যাথওয়েট বলেন, 'এটা খুবই হতাশাজনক ছিল। প্রথম টেস্টে আমরা পাঁচদিন লড়াই করেছিলাম, সেটা তাও ভালো ছিল। এখানে এসে আমরা একটুও লড়াই করতে পারিনি। অস্ট্রেলিয়া অবশ্যই ভালো বোলিং করেছে। তবে আমরা লড়তে পারিনি।'
গোলাপি বলের ম্যাচ হওয়ায় আরও ব্যাকফুটে চলে যায় ছন্দহীন ক্যারিবিয়ানরা। হতাশা পেছনে ফেলে আগামী বছর থেকে নতুনভাবে শুরু করতে চান ব্র্যাথওয়েট।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আরও বলেন, 'গোলাপি বলের খেলা সবসময়ই আলাদা। ফ্লাড লাইটে টেস্ট খেলা অবশ্যই কঠিন। খেলায় বাজে দিন আসে। এটা আমাদের জন্য সেরকমই একটা ম্যাচ ছিল। তবে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। পরের বছর আমরা অনেকগুলো টেস্ট খেলব, সেখানে খেলতে মুখিয়ে আছি।'