পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর

বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে সবচেয়ে বড় চমক শাহীন শাহ আফ্রিদি ও বাবর আজমের প্রত্যাবর্তন। তবে আফ্রিদিকে দুই ফরম্যাটেই রাখা হয়েছে। তবে বাবরকে শুধু ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে।

promotional_ad

সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর ও রিজওয়ান। এরপর সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ব্রাত্য এই দুই তারকা ক্রিকেটার। তবে ওয়ানডেতে রয়েছেন দুজনই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্বও দেবেন রিজওয়ান।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

১৭ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

পাকিস্তানের ওয়ানডে দলে একমাত্র নতুন মুখ ব্যাটার হাসান নওয়াজ। এদিকে সদ্যই বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে পাকিস্তান। এই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সালমান আলী আঘার দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে সুযোগ না পাওয়াদের মধ্যে ফিরেছেন হারিস রউফ ও হাসান আলী।


যদিও নাসিম শাহ শুধুমাত্র ওডিআই স্কোয়াডে জায়গা পেয়েছেন। অন্যান্যদের মধ্যে সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নাওয়াজ, শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নাওয়াজ আছেন টি-টোয়েন্টি দলে। ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে উদ্বোধনী ব্যাটার আব্দুল্লাহ শফিককে, তবে তিনি টি-টোয়েন্টি দলে নেই।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে ভালো পারফরম্যান্স সত্ত্বেও, টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল। এই সফরে মোট ৬টি সীমিত ওভারের ম্যাচ খেলবে দুই দল। এর মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে, এরপর সিরিজের বাকি অংশ ট্রিনিদাদে মাঠে গড়াবে।


আরো পড়ুন

রাসেলের ব্যাট দিয়ে ১১ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেন ডেভিড

৪৭ মিনিট আগে
টিম ডেভিড, ফাইল ফটো

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড-


সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।


পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড-


মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আঘা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball