এশিয়া কাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক
এশিয়া কাপেও একই গ্রুপে ভারত-পাকিস্তান
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারত-পাকিস্তান দ্বৈরথ মানে আলাদা একটা রোমাঞ্চ। দর্শকদের চাহিদার সঙ্গে ব্যবসায়িক ভাবনায় প্রতিটা টুর্নামেন্টেই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার চেষ্টা করে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মতো একই পথে হাঁটে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)। চলতি বছরে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপেও একই গ্রুপ থাকছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে শঙ্কা জাগে। দুই দেশের যুদ্ধ চলাকালীন ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানানো হয়, এশিয়া কাপে খেলবে না ভারত। যদিও মাসখানেক পরই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। সেপ্টেম্বরেই এশিয়া কাপ হচ্ছে এটা প্রায় নিশ্চিত। যদিও কবে নাগাদ টুর্নামেন্টটি শুরু হবে কিংবা কোথায় খেলা হবে তা এখনো নিশ্চিত নয়।

কদিন আগেই গুঞ্জন উঠে এশিয়া কাপ আয়োজিত হলেও একই গ্রুপে নাও থাকতে পারে ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডে চলমান ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে সুরেশ রায়না, শিখর ধাওয়ান, হরভজন সিংরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আরও বেশি শঙ্কা জাগে। যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী এশিয়া কাপেও একই গ্রুপেই খেলবে ভারত ও পাকিস্তান।

যদিও আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের সূচি প্রকাশ করেনি এসিসি। বাংলাদেশে হওয়া এজিএম শেষে সভাপতি মহসিন নাকভি নিশ্চিত করেছেন দ্রুতই সূচি প্রকাশ করা হবে। সূচি ও অন্যান্য বিষয় নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে দেখা করবেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ও এসিসি সভাপতি মহসিন নাকভি। আয়োজক হিসেবে ভারতীয় সূচি প্রকাশ করবে।

এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়ার সূত্র তাদেরকে জানায়, ‘এশিয়া কাপ যে হচ্ছে এটা সিদ্ধান্ত হয়েছে। রাজীব শুক্লা এবং এসিসি সভাপতি মহসিন নাকভি আগামী কয়েকদিনের মধ্যে দেখা করে ভেন্যু ও টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করবেন। আয়োজক হিসেবে হয়ত ভারতই এশিয়া কাপের সূচি প্রকাশ করবে।’

ভারত আয়োজক হলেও ভারতের মাটিতে হচ্ছে না এবারের এশিয়া কাপ। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টুর্নামেন্টটি। তিনটি ভেন্যু পেতে ইতোমধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। যদিও আবু ধাবি ও দুবাইয়ে খেলা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: ভারত