‘আমরা এখনই ভালো খেলোয়াড়দের বিশ্রামের বিলাসিতা করতে পারি না’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

৩ ঘন্টা আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ড

সিরিজ জিতলে বেশিরভাগ ক্ষেত্রেই শেষ ম্যাচে নিজেদের বেশ কয়েকজন সেরা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে থাকে দলগুলো। তবে ভারতের বিপক্ষে সিরিজ জিতলেও তৃতীয় ওয়ানডেতে সেই পথে হাঁটবে না বাংলাদেশ। স্বাগতিকদের ফিল্ডিং কোচ মনে করেন, বাংলাদেশ এখনই ভালো ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার বিলাসিতা করতে পারে না।


মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সে মিরপুরেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতকে হোয়াইটওয়াশের মিশনে এখন চট্টগ্রামে লিটন দাসের দল। জেতা দুই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছিল মাত্র একটি পরিবর্তন। প্রথম ওয়ানডে খেলা হাসান মাহমুদের জায়গায় দ্বিতীয় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ।


promotional_ad

স্কোয়াডে থাকলেও ঢাকায় খেলার সুযোগ হয়নি ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং চোটের কারণে বিশ্রামে থাকা তাসকিন আহমেদের। চট্টগ্রামে শেষ ওয়ানডেতেও যে তাদের খেলা হচ্ছে না এটা প্রায় নিশ্চিত। বাংলাদেশে এমন সংস্কৃতি যে নেই সেটা মনে করিয়ে দিয়েছেন ফিল্ডিং কোচ।


যদিও ম্যাকডারমট মনে করেন, বাংলাদেশের এখনও জয়ের অভ্যাস গড়ে না উঠায় বিশ্রাম দেয়ার পক্ষে নন তিনি। ক্রিকেটাররা ফিট থাকলে শেষ ওয়ানডেতে সেরা দল খেলানোর পক্ষে বাংলাদেশের এই ফিল্ডিং কোচ। মূলত ভারতকে প্রথমবার হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ।


ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে ম্যাকডারমট বলেন, ‘আমি নির্বাচক নই। আপনাকে এই প্রশ্নটা (বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ নিয়ে) নির্বাচকদের করতে হবে। পার্ট অব টিম ম্যানেজমেন্ট… অন্য খেলোয়াড়রা সুযোগ পেলেও পেতে পারে। তবে আপনি যখন ভারতের বিপক্ষে খেলবেন এবং নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন… যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যু না থাকে, আর বাংলাদেশ ওই অবস্থানে নেই যেখানে আপনি শুধু বিশ্রামের জন্য নিয়মিত খেলোয়াড়দের বিরতি দেবেন।’


‘দেখুন আমাদের নিয়মিত ও ধারাবাহিক জয়ের অভ্যাস এখনও গড়ে উঠেনি। এজন্য ভালোমানের খেলোয়াড়দের বিশ্রামে পাঠানোর মতো বিলাসিতা আমরা এখনই করতে পারি না। আমার মতে, আপনি যদি ফিট এবং নির্বাচনের জন্য উপযুক্ত থাকেন তাহলে সেরা দল নিয়েই মাঠে নামতে হবে এবং যতটা সম্ভব ম্যাচ জয় নিশ্চিত করতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball